লঞ্চের পরপরই সস্তা হল Oppo Reno 11 Pro 5G, পাবেন বাম্পার ছাড়, সাথে 38 হাজারের এক্সচেঞ্জ অফারও

এক সপ্তাহের বেশি সময় হল Oppo তার নতুন স্মার্টফোন Oppo Reno 11 Pro 5G লঞ্চ করেছে। এই ফোনটি উন্নত ক্যামেরা সেটআপের সাথে এসেছে, সাথে রয়েছে…

এক সপ্তাহের বেশি সময় হল Oppo তার নতুন স্মার্টফোন Oppo Reno 11 Pro 5G লঞ্চ করেছে। এই ফোনটি উন্নত ক্যামেরা সেটআপের সাথে এসেছে, সাথে রয়েছে উন্নতমানের প্রসেসর, বড় ডিসপ্লের মতো ফিচারও। সেক্ষেত্রে আপনি যদি ফটোগ্রাফির জন্য এখন একটি ভালো ফোন কিনতে চান, তাহলে এই Oppo Reno 11 Pro 5G মডেলটিই আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। কারণ এই লেটেস্ট ফোনে বাম্পার ডিসকাউন্টও পাবেন। এই প্রতিবেদনে আমরা এই ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন সব বিষয়েই তথ্য দেব। তো আসুন, Oppo Reno 11 Pro 5G সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Oppo Reno 11 Pro 5G ফোনের দাম ও অফার

ওপ্পো রেনো ১১ প্রো ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৪,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টের অফারে ফোনটি ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) ও কানারা (Kanara) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ফোনটির দামের ওপর ১০% অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এখানেই শেষ নয়, আপনি যদি পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই ব্র্যান্ড-নিউ ওপ্পো রেনো স্মার্টফোনটি কেনেন তাহলে ৩৭,৭৩০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন – তবে এর জন্য আপনার বিদ্যমান ফোনের অবস্থা ভালো থাকতে হবে, এছাড়া মডেল এবং ব্র্যান্ডের ওপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে। যাইহোক, আপনি যে ৩০ হাজার টাকার কমে ওপ্পো রেনো ১১ প্রো ৫জি কিনতে পারবেন, তাতে সন্দেহ নেই।

Oppo Reno 11 Pro 5G-এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১১ প্রো ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯৫০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি পাবেন। আর ফটোগ্রাফির জন্য তো এই ফোনটি আদর্শ, কারণ এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে – একইভাবে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সনি আইএমএক্স৭০৯ সেন্সর, অ্যাপারচার এফ/২.৪)।