ঈদের মুখে দারুণ সস্তা Oppo-র 32MP সেলফি ক্যামেরাওয়ালা 5G ফোন, 30 হাজারের অনেক কমে কেনা যাবে

বছরের শুরুতেই Oppo তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo Reno 11 5G লঞ্চ করে, যাতে কোম্পানির অন্যান্য ফোনের মতোই ভালো মানের...
Anwesha Nandi 10 April 2024 6:43 PM IST

বছরের শুরুতেই Oppo তার নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Oppo Reno 11 5G লঞ্চ করে, যাতে কোম্পানির অন্যান্য ফোনের মতোই ভালো মানের ক্যামেরা সেটআপ, শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ডিসপ্লের মতো ফিচার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে একটি ভালো ফোন কিনে দারুণ দারুণ ছবি-সেলফি তুলতে চান, তাহলে এই Oppo Reno 11 5G ফোনটি চোখ বুজে বেছে নিন। আসলে এই ফোনটি বর্তমানে বিশাল ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে Flipkart।

Oppo Reno 11 5G ফোনের দাম কত? কী অফার পাবেন?

জানুয়ারিতে লঞ্চ হওয়া ওপ্পো রেনো 11 5জি স্মার্টফোনের 8 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) 40,999 টাকা, তবে ফ্লিপকার্টের অফারে এখন ফোনটি 29,999 টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে দামের ওপর 5% ক্যাশব্যাক মিলবে।

এখানেই শেষ নয়, পুরোনো ফোন বদলে নিয়ে এই ওপ্পো রেনো স্মার্টফোনটি কিনলে 23,399 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন – তবে এর জন্য যে ফোন এক্সচেঞ্জ করা হবে তার বর্তমান অবস্থা, মডেল, ব্র্যান্ড, কোম্পানি পলিসি ইত্যাদির ওপর এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে।

Oppo Reno 11 5G-এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো 11 5জি স্মার্টফোনে 120 হার্টজ 6.7 ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন 2412×1080 পিক্সেল) 3D কার্ভড্ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে 5,000 এমএএইচ ব্যাটারি পাবেন। একইভাবে ফটোগ্রাফির জন্য এটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 মেগাপিক্সেল টেলিফটো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে – যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য বর্তমান 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story