নভেম্বরে জোড়া ধামাকা, Honor 100, Oppo Reno 11 সিরিজ লঞ্চ হতে পারে একই দিনে, ফাঁস হল দাম
ওপ্পো (Oppo) এবং অনর (Honor) আগামী সপ্তাহের মধ্যেই Reno 11 এবং Honor 100 সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি এই...ওপ্পো (Oppo) এবং অনর (Honor) আগামী সপ্তাহের মধ্যেই Reno 11 এবং Honor 100 সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি এই স্মার্টফোনগুলির সম্পর্কে নানা তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে, বিশেষ করে অনরের সম্পর্কে। এবার Oppo Reno 11 এবং Honor 100 লাইনআপে লঞ্চের তারিখের পাশাপাশি দামের রেঞ্জও প্রকাশ্যে এসেছে।
Oppo Reno 11 ও Honor 100 সিরিজের লঞ্চের তারিখ এবং মূল্যসীমা
এক চিনা টিপস্টারের দাবি, ওপ্পো রেনো ১১ সিরিজ এবং অনর ১০০ সিরিজ একই দিনে চীনে লঞ্চ হবে। তার মতে, এই স্মার্টফোনগুলি আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে পা রাখবে। প্রাইস রেঞ্জের প্রসঙ্গে তার দাবি, ওপ্পো রেনো ১১ সিরিজ ও অনর ১০০ সিরিজের দাম প্রায় ২০০০ ইউয়ান (২৩,২২০ টাকা) থেকে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৪,২৭৫ টাকা) মধ্যে থাকবে।
তবে এটা লক্ষণীয় যে, ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং সাইটে) আসল পোস্টটি এখন এডিট করা। সেখানে লঞ্চের তারিখ এবং দামের রেঞ্জ সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাতে শুধুমাত্র বলা হয়েছে, এই দুটি স্মার্টফোন একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে, অনর ক্লাবের পোস্ট অনুসারে, সংস্থা আগামী ২৩ নভেম্বর একটি লঞ্চ ইভেন্টের পরিকল্পনা করেছে৷ অনর কিছু না জানালেও,সেটি ১০০ সিরিজ বলেই জল্পনা চলছে।।
অন্যদিকে, ওপ্পো আগামী বছর তাদের ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহারের জন্য হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সঙ্গে জোট বেঁধে অত্যাধুনিক Hypertone ক্যামেরা সিস্টেম লঞ্চ করেছে। যার লক্ষ্য অ্যাস্থেটিক ট্র্যাকশন টেকনোলজি এবং এফেক্টকে কাজে লাগিয়ে কম্পিউটেশনাল ফটোগ্রাফির পথ সুগম করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ত্বকের রঙের বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবে এটি।