Oppo Reno 11 সিরিজ ভারতে আসার আগের দিনই লঞ্চ হয়ে গেল, দাম-ফিচার্স কেমন দেখুন

চীন এবং ভিয়েতনামের পর নির্ধারিত সময়সূচী মতোই, ওপ্পো আজ (১১ জানুয়ারি) আরও একটি দেশে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro...
Ananya Sarkar 11 Jan 2024 5:52 PM IST

চীন এবং ভিয়েতনামের পর নির্ধারিত সময়সূচী মতোই, ওপ্পো আজ (১১ জানুয়ারি) আরও একটি দেশে Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro মডেল সমন্বিত Reno 11 সিরিজটি লঞ্চ করেছে। অনেক দিক থেকে চীনা সংস্করণের মতো হলেও Oppo Reno 11 সিরিজের গ্লোবাল ভার্সনে কয়েকটি বড় পার্থক্যও দেখা যায়। চলুন ফোন দু'টির গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Reno 11 (গ্লোবাল মডেল)-এর স্পেসিফিকেশন এবং ফিচার

স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ বড় ৬.৭ ইঞ্চির ওলেদ (OLED) ডিসপ্লে রয়েছে। তবে, এতে চীনা সংস্করণে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-এর পরিবর্তে সামান্য কম শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরের সাথে এসেছে। ফোনটিতে ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে।

ওপ্পো রেনো ১১-এর ক্যামেরা সেটআপ চীন মডেলের মতোই। এই সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অবস্থান করছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 11-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা চীনা সংস্করণের ৪,৮০০ এমএএইচ ব্যাটারির থেকে বড় এবং এটি ৬৭ ওয়াট সুপারভুক (SUPERVOOC) চার্জিং সাপোর্ট করে। ওপ্পো দাবি করেছে যে, প্রায় ৪৫ মিনিটের মধ্যেই ডিভাইসটির চার্জ সম্পূর্ণ হবে।

Oppo Reno 11 Pro (গ্লোবাল মডেল)-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Oppo Reno 11 Pro-এর গ্লোবাল সংস্করণে স্ট্যান্ডার্ড মডেলের মতোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপ্থ এবং এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। Reno 11 Pro-এর চীনা সংস্করণে ব্যবহৃত Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপের পরিবর্তে গ্লোবাল মডেলটিতে MediaTek Dimensity 8200 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। চিপসেটটি ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, গ্লোবাল Oppo Reno 11 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে চীনা মডেলের মতোই ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে৷ ব্যাটারি ও চার্জিংয়ের ক্ষেত্রে, Oppo Reno 11 Pro-এ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা চীনা সংস্করণে পাওয়া ৪,৭০০ এমএএইচ ব্যাটারির থেকে সামান্য কম। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

মালয়েশিয়ায় Oppo Reno 11-এর মূল্য এবং লভ্যতা

Oppo Reno 11 5G এবং Oppo Reno 11 Pro 5G দুটি ফোনই এখন ওপ্পোর অনলাইন স্টোর, ব্র্যান্ড স্টোর এবং মালয়েশিয়ার অনুমোদিত ডিলারদের মাধ্যমে উপলব্ধ। সে দেশে স্ট্যান্ডার্ড Reno 11-এর দাম ২,১৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩৯,৪০০ টাকা) এবং এটি ওয়েভ গ্রীন ও রক গ্রে কালারে পাওয়া যাবে। অন্যদিকে, Reno 11 Pro-এর দাম ২,৪৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৪৪,৭৫০ টাকা) এবং এটিকে পার্ল হোয়াইট ও রক গ্রে কালারে পাওয়া যাবে। Oppo Reno 11 সিরিজটি আগামীকালই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে।

Show Full Article
Next Story