পিছিয়ে গেল Oppo Reno 11 সিরিজের লঞ্চের সময়, Oppo Pad Air 2 এর সাথে এই তারিখে আসছে
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছিল যে, Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro ফোন দুটি Honor 100 সিরিজের সাথে আগামী ২৩ নভেম্বর...সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছিল যে, Oppo Reno 11 ও Oppo Reno 11 Pro ফোন দুটি Honor 100 সিরিজের সাথে আগামী ২৩ নভেম্বর লঞ্চ হবে। অনর ইতিমধ্যেই এই দাবি সঠিক বলে জানালেও, ওপ্পোর তরফ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি। যারপরই আজ একটি রিপোর্টে বলা হয়েছে যে, Oppo Reno 11 সিরিজের লঞ্চের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আসুন এই রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো ১১ সিরিজের ডিসেম্বরে লঞ্চ হবে
জনপ্রিয় এক টিপস্টারের মতে, ওপ্পো রেনো ১১ সিরিজের ২৩ নভেম্বর লঞ্চ হওয়ার কথা থাকলেও, সংস্থার তরফে এই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে আগামী মাসে এই সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের সাথে বাজারে পা রাখবে ওপ্পো প্যাড এয়ার ২।
Oppo Reno 11, Reno 11 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 11 ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড এজ ওলেড ডিসপ্লে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ও ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর রিয়ার প্যানেলে এলওয়াইটি৬০০ প্রাইমারি সেন্সর, আইএমএক্স৩৫৫ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও আইএমএক্স৭০৯ ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেখা যাবে।
অন্যদিকে, Oppo Reno 11 Pro ডিভাইসে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড এজ ওলেড ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া এতে থাকবে এলপিডিডিআর৫ এক্স র্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল (ওআইএস সাপোর্ট সহ আইএমএক্স৮৯০), ৮ মেগাপিক্সেল (আইএমএক্স৩৫৫, আল্ট্রা ওয়াইড), ৩২ মেগাপিক্সেল (আইএমএক্স৭০৯, টেলিফটো) ক্যামেরা দেখা যাবে।