ফাটাফাটি ডিসপ্লে ও ক্যামেরার সাথে নির্ধারিত সময়ের আগেই আসছে Oppo Reno 11 সিরিজ
চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে Oppo তাদের হোম-মার্কেট এবং পরবর্তীতে বিশ্বব্যাপী Reno 10 স্মার্টফোন সিরিজকে লঞ্চ করেছিল।...চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে Oppo তাদের হোম-মার্কেট এবং পরবর্তীতে বিশ্বব্যাপী Reno 10 স্মার্টফোন সিরিজকে লঞ্চ করেছিল। তবে এক বছর পূরণ হওয়ার অনেক আগেই অর্থাৎ ২০২৩ সালের চতুর্থ কোয়ার্টারে উত্তরসূরি Reno 11 সিরিজকে ঘোষণা করার পরিকল্পনা করছে Oppo। আজ এক সুপরিচিত লিকাস্টার Oppo Reno 11 লাইনআপের লঞ্চের সময় প্রকাশ করেছন।
শীঘ্রই লঞ্চের মুখ দেখতে পারে Oppo Reno 11 স্মার্টফোন সিরিজ
এক জনপ্রিয় চীনা টিপস্টারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ওপ্পো রেনো ১১ সিরিজকে নির্ধারিত টাইমলাইনের অনেকটা আগেই লঞ্চ করা হবে। মনে করা হচ্ছে, অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতেই আলোচ্য লাইনআপকে চীনে ঘোষণা করা হতে পারে। সর্বাধিক সম্ভাবনা আছে চীনে ব্যাপকভাবে পালিত 'সিঙ্গেলস ডে' (বা ডাবল ১১) বার্ষিক শপিং উৎসবে রেনো ১১ সিরিজের ডিভাইসগুলিকে কেনার জন্য উপলব্ধ করা হবে। জানিয়ে রাখি, এই 'শপিং ফেস্টিভ্যাল' প্রতি বছর ১১ই নভেম্বর অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে আগত Oppo Reno 9 সিরিজকে শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়। যদিও Reno 10 লাইনআপকে চীনের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও উন্মোচন করা হয়েছিল। ফলে আসন্ন Reno 11 -এর প্রত্যেকটি মডেলও হয়তো চীন সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে। তবে সিরিজের ফোনগুলির চীনা ও গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার এক থাকবে নাকি আলাদা তা এই মুহূর্তে আন্দাজ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, Oppo Reno 11 লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করতে পারে, যথা - Reno 11, Reno 11 Pro, Reno 11 Pro+। টিপস্টারের দাবি অনুযায়ী, সিরিজের ডিভাইসগুলি কার্ভড-এজ ডিসপ্লে এবং পূর্বসূরির থেকে উন্নত রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এক্ষেত্রে, স্মার্টফোন তিনটি পেরিস্কোপ টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা সহ আসতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া Reno 11 সিরিজের ব্যাক প্যানেলের ডিজাইনে নতুনত্ব দেখা যাবে বলেও খবর আছে।
নতুন ফোন লঞ্চের খবর নিয়ে যখন আলোচনা হচ্ছেই তখন জানিয়ে রাখি, Oppo হালফিলে চীনের বাজারে Find N3 Flip নামের একটি ফোল্ডেবল স্টাইলের স্মার্টফোন লঞ্চ করেছে। মনে করা হচ্ছে, এটিকেও হয়তো খুব শীঘ্রই বিশ্ব বাজারে ঘোষণা করা হবে।