অভিযোগের জায়গা থাকবে না, ব্যাটারি চলবে বহু বছর, Oppo-র নতুন স্মার্টফোনে বড় চমক
ওপ্পো এই মুহূর্তে নতুন Reno সিরিজের ওপর ফোকাস করেছে। Oppo Reno 11 5G এবং Oppo Reno 11 Pro 5G সম্প্রতি ভারত ও...ওপ্পো এই মুহূর্তে নতুন Reno সিরিজের ওপর ফোকাস করেছে। Oppo Reno 11 5G এবং Oppo Reno 11 Pro 5G সম্প্রতি ভারত ও ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। আবার এই লাইনআপে আরও একটি মডেল যুক্ত করার পরিকল্পনা করছে চীনা ব্র্যান্ডটি। যার নাম হল Oppo Reno 11F 5G এবং এটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কেননা এটি গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA)-এর ছাড়পত্র পেয়েছে। আর এখন থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Oppo Reno 11F 5G-কে দেখা গেছে ৷ এছাড়া, ওপ্পোর ইন্দোনেশীয় শাখা আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় স্মার্টফোনটিকে টিজও করছে।
Oppo Reno 11F 5G পেল NBTC-এর অনুমোদন
CPH2603 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১১এফ ৫জি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। যথারীতি, এই লিস্টিংটি মডেল নম্বর ছাড়া ফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি। তবে সার্টিফিকেশনটি অবশ্যই নিশ্চিত করে যে, থাইল্যান্ডের বাজারে ওপ্পো রেনো ১১এফ ৫জি খুব শীঘ্রই লঞ্চ হবে।
ওপ্পো রেনো ১১এফ ৫জি-এর ল্যান্ডিং পেজটি ইতিমধ্যেই ওপ্পো ইন্দোনেশিয়ার ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। খুব সম্ভবত আগামী ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে। ওপ্পো দাবি করেছে যে রেনো ১১এফ ৫জি স্প্ল্যাশ বা জলের ছিটে প্রতিরোধ করবে এবং টেকসই ব্যাটারি ৪ বছর পর্যন্ত ভালোভাবে কাজ করবে। এমনকি একটি সাম্প্রতিক টিজার ওপ্পো রেনো ১১এফ ৫জি-এর পোর্ট্রেট ফিচার, চমকদার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং আল্ট্রা ফাস্ট চার্জিং ক্ষমতার ওপর জোর দিয়েছে৷ এটি গ্রীন, পিঙ্ক ও ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
শোনা যাচ্ছে যে, Oppo Reno 11F 5G-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ (অ্যামোলেড AMOLED) ডিসপ্লে থাকবে। ফোনটি সম্ভবত ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ MediaTek Dimensity 7050 চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, Reno 11F 5G-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ডায়নামিক ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।
ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে, Oppo Reno 11F 5G-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে ফোনটির নিরাপত্তা বাড়ানো হবে এবং স্থায়িত্বের জন্য এতে থাকবে আইপি৬৭ (IP67)-রেটেড চ্যাসিস। আগামী ফেব্রুয়ারিতে Oppo Reno 11F 5G ফোনটি ভারতে Oppo F25 নামে আত্মপ্রকাশ করতে পারে।