মে বা জুনেই লঞ্চ হতে পারে Oppo Reno 12 সিরিজ, সঙ্গে বড় চমক Oppo Pad 3 ও Enco X3

গত বছর নভেম্বরে Oppo চীনে Reno 11 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, ব্র্যান্ডটি ইতিমধ্যেই Reno 12 সিরিজ নিয়ে কাজ করছে।…

গত বছর নভেম্বরে Oppo চীনে Reno 11 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, ব্র্যান্ডটি ইতিমধ্যেই Reno 12 সিরিজ নিয়ে কাজ করছে। Oppo Reno 12 লাইনআপের পাশাপাশি, ব্র্যান্ডটি Oppo Pad 3 ট্যাবলেট এবং Enco X3 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাড তৈরি করছে বলেও খবর সামনে এসেছে। সংস্থার ঘোষণার আগেই এখন ডিভাইসগুলির লঞ্চে টাইমলাইন প্রকাশ্যে এসেছে।

Oppo Reno 12 সিরিজ, Oppo Pad 3, Oppo Enco X3-এর লঞ্চের সম্ভাব্য সময়সীমা

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) প্রকাশ করেছেন যে, ওপ্পো তাদের আসন্ন রেনো ১২/১২ প্রো, প্যাড ৩ এবং এনকো এক্স৩-এর মতো নতুন প্রোডাক্টগুলির লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এগুলির মেটিরিয়াল প্রোডাকশন ট্রায়াল চলছে৷ ফ্যাক্টরির বর্তমান সময়সূচি মে মাসের শেষ থেকে জুনের প্রথম দিকে এই প্রোডাক্টগুলির ধীরে ধীরে লঞ্চের দিকে ইঙ্গিত দেয়। তবে টিপস্টার এছাড়া ওপ্পো প্রোডাক্টগুলি সম্পর্কে আর কিছু প্রকাশ করেননি।

সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওপ্পো রেনো ১২ এবং রেনো ১২ প্রো-এ চারদিকে মাইক্রো কার্ভড সহ ওলেড (OLED) প্যানেল থাকবে। এটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ওপ্পো রেনো ১২-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট থাকবে, যেখানে প্রো মডেলটি ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরের সাথে বাজারে আসতে পারে। উভয় ফোনই সম্ভবত ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

Oppo Reno 12-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ২x টেলিফটো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। Oppo Reno 12 Pro-তে অনুরূপ ট্রিপল ক্যামেরা থাকতে পারে। এছাড়া, উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, Oppo Pad 3 ট্যাবলেটে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি থাকতে পারে। কিছু রিপোর্টে আবার দাবি করা হয়েছে যে, এই ট্যাবটিকে বিশ্ববাজারে OnePlus Pad 2 হিসেবে রিব্র্যান্ড করা হবে। তবে, Oppo Enco X3 টিডব্লিউএস ইয়ারবাড সম্পর্কে কোনও বিশদ তথ্য এখনও সামনে আসেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন