শুরু হল সেল, Oppo Reno 12 5G ফোনের সাথে ৪ হাজার টাকা ছাড়, রয়েছে দুর্দান্ত ক্যামেরা ও ডিসপ্লে

ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি এর দাম ৩২,৯৯৯ টাকা। এটি এই মূল্য এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। সেলে লোভনীয় অফারের ফায়দা তুলতে পারবে ক্রেতারা

SUMAN 25 July 2024 2:12 PM IST

আপনি যদি নতুন ফোন কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আজ অর্থাৎ ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের প্রথম সেল। আপনি এটি ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। প্রথম সেলে ওপ্পো রেনো ১২ ৫জি স্মার্টফোনটি বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। আসুন এর দাম, সেল অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রথম সেলে ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের সাথে লোভনীয় অফার

ভারতে ওপ্পো রেনো ১২ ৫জি এর দাম ৩২,৯৯৯ টাকা। এটি এই মূল্য এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। এটি অ্যাস্ট্রো সিলভার, ম্যাট ব্রাউন এবং সানসেট পীচ কালারে পাওয়া যাবে। সেলে ফোনটি কেনার সময় কিছু ব্যাঙ্ক অফারের সুবিধা মিলবে :

অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এসবিআই এবং ওয়ানকার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে ক্রেতাদের।

উপরে উল্লিখিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও পুরানো ফোন এক্সচেঞ্জ করল এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে।

ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১২ ৫জি ফোনে ডুয়েল-সিম (ন্যানো) সাপোর্ট করবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.১ কাস্টম স্কিনে চলবে। এই ফোনের সাথে তিন বছরের ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

এদিকে ওপ্পো রেনো ১২ ৫জি স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৪১২ পিক্সেল) কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এই ডিসপ্লে এইচডিআই১০ প্লাস এবং ১২০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কাস্টম অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০-এনার্জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৩৫৫ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story