ফাটাফাটি AI ফিচার্স, সামনে-পিছনে 50MP ক্যামেরা, Oppo Reno 12 ও Reno 12 Pro অবশেষে লঞ্চ হল ভারতে
ওপ্পো অবশেষে আজ ভারতে তাদের জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ সংযোজন হিসাবে ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো...ওপ্পো অবশেষে আজ ভারতে তাদের জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ সংযোজন হিসাবে ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। দুটি ফোনই ৫জি-এনেবল এবং উন্নত এআই ক্ষমতা ও মসৃণ ডিজাইনের মতো বৈশিষ্ট্যগুলির ফোকাস করে৷ ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো উভয় হ্যান্ডসেটেই ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন ওপ্পো রেনো ১২ সিরিজের স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো ফোনের দাম এবং লভ্যতা
ওপ্পো রেনো ১২ ৫জি ফোনের একমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। এটি সানসেট পিচ, ম্যাট ব্রাউন এবং অ্যাস্ট্রো সিলভার কালার শেডে ২৫ জুলাই থেকে ওপ্পোর ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোর থেকে পাওয়া যাবে।
অন্যদিকে, ওপ্পো রেনো ১২ প্রো ৫জি হ্যান্ডসেটের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৬,৯৯৯ টাকা, আর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পটি ৪০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আগামী ১৮ জুলাই থেকে কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে প্রো মডেলটির বিক্রি শুরু হচ্ছে। এটিকে স্পেস ব্রাউন এবং সানসেট গোল্ড কালার অপশনে বেছে নেওয়া যাবে। এছাড়াও, ওপ্পো নতুন হ্যান্ডসেটগুলির সাথে ৪,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ৯ মাসের নো-কস্ট ইএমআই অপশন সহ লঞ্চ ডিসকাউন্ট অফার করছে।
ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো ফোনের স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ প্রো উভয় ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,২০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০+ সাপোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একটি বড় ৬.৭ ইঞ্চির ওলেড ফুলএইচডি+ কার্ভড ইনফিনিট ভিউ ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ স্ট্যান্ডার্ড মডেলের এবং গরিলা গ্লাস ৭আই প্রো মডেলটির ডিসপ্লেকে সুরক্ষা প্রদান করে।
স্থায়িত্বের জন্য, সিরিজের দুই ফোনেই রয়েছে অল-রাউন্ড আর্মার প্রোটেকশন, যা পড়ে যাওয়া এবং কোনও ধরনের ক্ষতি থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তামা, ম্যাগনেসিয়াম এবং সিলিকনের মতো ধাতু থেকে তৈরি উচ্চ-শক্তির অ্যালয় ফ্রেম একটি মজবুত এবং ক্ষয়-প্রতিরোধী বিল্ড প্রদান করে, যা এরোস্পেস গ্রেডের মান পূরণ করে। উভয় ডিভাইসেই ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিং রয়েছে।
পারফরম্যান্সের জন্য, ওপ্পো রেনো ১২ সিরিজের ফোনে মালি-জি৬১৫ এমসি২ জিপিইউ সহ ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর রয়েছে। এই সিরিজটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস১৪ কাস্টম স্কিনে রান করে। ওপ্পো রেনো ১২ এবং ওপ্পো রেনো ১২ উভয়ের জন্য তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো রেনো ১২ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২x অপটিক্যাল জুম এবং ২০x পর্যন্ত ডিজিটাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল-লেন্স রিয়ার সেটআপ রয়েছে৷
ওপ্পো রেনো ১২ ফোনে একই রকম সেটআপ রয়েছে। তবে প্রো মডেলের টেলিফোটো ক্যামেরাকে এই হ্যান্ডসেটে ৪ সেন্টিমিটারের কাছাকাছি শটের জন্য একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সেলফির জন্য, স্ট্যান্ডার্ড মডেলে একটি ৩২ মেগাপিক্সেলের লেন্স এবং ১২ প্রো হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।
ওপ্পো বিভিন্ন এআই-চালিত ক্যামেরা ফিচারও ফোনগুলিতে অন্তর্ভুক্ত করেছে। যেমন - ফটো থেকে অবাঞ্ছিত বস্তু অপসারণ করার জন্য এআই ইরেজার ২.০, গ্রুপ শট উন্নত করতে এআই ক্লিয়ার ফেস এবং ছবিতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া চোখ ঠিক করতে এআই বেস্ট ফেস। এছাড়াও, ওপ্পো রেনো ১২ সিরিজে মিলবে সৃজনশীল ফটো এডিটিংয়ের জন্য এআই স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ এবং ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য এবং অনন্য গ্রুপ শট তৈরি করার জন্য এআই স্টুডিও।
পাওয়ার ব্যাকআপের জন্য, রেনো ১২ সিরিজের দুটি ফোনেই ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর পাশাপাশি মিলবে ডুয়েল স্পিকার, একটি আইআর ব্লাস্টার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।