গরমেই হবে ধামাকা! আসছে Oppo Reno 12 সিরিজ, 50MP টেলিফটো ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স

হুয়াওয়ে (Huawei), অনর (Honor), ভিভো (Vivo) এবং ওপ্পো (Oppo)-এর মতো ব্র্যান্ডগুলি মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটের দখল নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে।। জুনেই সংস্থাগুলির তরফে নতুন ফোনের লঞ্চের…

হুয়াওয়ে (Huawei), অনর (Honor), ভিভো (Vivo) এবং ওপ্পো (Oppo)-এর মতো ব্র্যান্ডগুলি মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটের দখল নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে।। জুনেই সংস্থাগুলির তরফে নতুন ফোনের লঞ্চের ঘোষণা আসতে পারে। এই চার-মুখী যুদ্ধে Huawei Nova 13 সিরিজ, Honor 200 সিরিজ, Vivo S19 লাইনআপ এবং Reno 12 সিরিজ অংশগ্রহণ করবে। গত ফেব্রুয়ারিতে Oppo Reno 12 এবং Reno 12 Pro-এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। যদিও, তখন স্মার্টফোনগুলিতে ব্যবহৃত চিপসেটের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে এখন একটি নতুন রিপোর্ট Oppo Reno 12 সিরিজের অন্যান্য ফিচার্সের পাশাপাশি স্মার্টফোন দু’টির প্রসেসরের নামও ফাঁস করেছে।

Oppo Reno 12 এবং Reno 12 Pro কেমন হবে

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, ওয়েইবো-তে এক টিপস্টার দাবি করেছেন যে, ওপ্পো রেনো 12 সিরিজ মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 এবং ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট সহ আসবে। জনিয়ে রাখি, বর্তমানে রেনো 11 এবং রেনো 11 প্রো-এর চীনা ভ্যারিয়েন্ট যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8প্লাস জেন 1 চিপসেটে চলে। তাই মনে করা হচ্ছে যে, কোম্পানি রেনো 12-এ ডাইমেনসিটি 8300 ব্যবহার করতে পারে, যেখানে রেনো 12 প্রো-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস প্রসেসরটি থাকবে।

এছাড়াও জানানো হয়েছে যে, ওপ্পো রেনো 12-এর স্ক্রিনটি 1,080 পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করবে, যেখানে প্রো ভ্যারিয়েন্টের ডিসপ্লে 1.5K রেজোলিউশন অফার করতে পারে। উভয় ফোনের স্ক্রিনের চারদিকে সমানভাবে মাইক্রো কার্ভেচার দেখা যাবে বলে জানা গেছে। নতুন রিপোর্টে আরও বলা হয়েছে যে, রেনো 12 সিরিজে প্লাস্টিকের মিডল ফ্রেম এবং কাঁচ-নির্মিত ব্যাক প্যানেল থাকবে। উভয় ফোনের পিছনে পোর্ট্রেট শটের জন্য 2x অপটিক্যাল জুম সহ 50-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অবস্থান করতে পারে। এছাড়া, দুটি হ্যান্ডসেটই 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও বলা হয়েছে।

উল্লেখ্য, Qualcomm Snapdragon 8 Gen 3-চালিত Oppo Pad 3-এর ওপরও কাজ করছে সংস্থা। এছাড়া, ব্র্যান্ডটি একটি নতুন ইয়ারফোনও লঞ্চ করার প্ল্যান করছে বলেও খবর সামনে এসেছে। মনে করা হচ্ছে Reno 12 সিরিজ ছাড়াও, ব্র্যান্ডটি জুন মাসে চীনে ট্যাব ও অডিও ডিভাইস লঞ্চ করতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন