চোখ ফেরানো মুশকিল, Oppo Reno 12 Pro Manish Malhotra Edition ইউনিক ডিজাইন সহ লঞ্চ হল
Oppo Reno 12 Pro ফোনের বিশেষ এডিশন ভারতে লঞ্চ হল, যার দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কম। সংস্থাটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সাথে হাত মিলিয়ে…
Oppo Reno 12 Pro ফোনের বিশেষ এডিশন ভারতে লঞ্চ হল, যার দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কম। সংস্থাটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সাথে হাত মিলিয়ে এই বিশেষ এডিশন এনেছে। এর নাম রাখা হয়েছে Oppo Reno 12 Pro Manish Malhotra Edition। এই বিশেষ সংস্করণের ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ সহ ইউনিক ফ্লাওয়ার প্যাটার্ন দেখা যাবে। যদিও ডিজাইন ছাড়া নতুন এডিশনের স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ রেগুলার মডেলের মতো এতেও ডাইমেনসিটি ৭৪০০ এনার্জি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition এর দাম
ওপ্পো রেনো ১২ প্রো মণীশ মালহোত্রা এডিশন কেবল ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। আজ থেকে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই বিশেষ এডিশনের প্রি-অর্ডার শুরু হয়েছে। আবার ৩ অক্টোবর থেকে এর সেল শুরু হবে।
Oppo Reno 12 Pro Manish Malhotra Edition এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো রেনো ১২ প্রো মণীশ মালহোত্রা এডিশনে ইউনিক ডিজাইন দেখা যাবে। এর ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ লক্ষ্যণীয় এবং তার উপরে সোনালী রঙ দিয়ে ফুল আঁকা হয়েছে। আবার ফোনের ব্যাক প্যানেলে আছে মণীশ মালহোত্রা ও ওপ্পো-র ব্র্যান্ডিং। ফোনের পাশাপাশি থিমের সাথে মিল রেখে কাস্টমাইজড বক্স তৈরি করা হয়েছে। এই বিশেষ বক্সের মধ্যে থাকবে বিশেষ এডিশনটি। আর এই স্মার্টফোনে কিছু কাস্টোমাইজ ওয়ালপেপার ও আইকন দেখা যাবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
ডিজাইন বাদ দিলে Oppo Reno 12 Pro Manish Malhotra Edition এর স্পেসিফিকেশন রেগুলার মডেলের মতো রাখা হয়েছে অর্থাৎ এতেও ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছি, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে।
Oppo Reno 12 Pro ফোনের বিশেষ এডিশন ভারতে লঞ্চ হল, যার দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কম। সংস্থাটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সাথে হাত মিলিয়ে…