ফোন থেকে চোখ সরাতে পারবেন না, Oppo Reno 12 সিরিজের আরও ছবি প্রকাশ্যে এল
ওপ্পো শীঘ্রই চীনের হোম মার্কেটে তাদের Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে৷ আগামী...ওপ্পো শীঘ্রই চীনের হোম মার্কেটে তাদের Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে৷ আগামী সপ্তাহেই এগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের আগে, কোম্পানির তরফে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro মডেলের ডিজাইন সহ এর কালার অপশন অফিসিয়াল টিজারে দেখানো হয়েছে। আর এখন এক সুপরিচিত টিপস্টারের সৌজন্যে Oppo Reno 12 লাইনআপের কিছু নতুন ছবি অনলাইনে হাজির হয়েছে, যা এর উজ্জ্বল রঙগুলিকে প্রদর্শন করেছে।
Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro: কালার অপশন
টিপস্টার ইভান ব্লাস তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে ওপ্পো রেনো ১২ আসন্ন মিড রেঞ্জ ডিভাইসগুলির অফিসিয়াল রেন্ডারগুলি শেয়ার করেছেন৷ ব্র্যান্ডের পক্ষ থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ওপ্পো রেনো ১২ সিরিজটির ডিজাইন এবং কালার অপশন টিজ করা হয়েছে। তবে, শুধুমাত্র ওপ্পো রেনো ১২ ফোনের সিলভার কালার অপশন এবং ওপ্পো রেনো ১২ প্রো ফোনের পার্পল ভ্যারিয়েন্টকে অফিসিয়াল টিজারে দেখা গেছে। কিন্তু এখন টিপস্টার বেস এবং প্রো উভয় মডেলের অন্যান্য রঙের বিকল্পগুলি প্রকাশ করেছেন।
জানিয়ে রাখি, ওপ্পো রেনো ১২ লাইট পিঙ্ক এবং ডিপ গ্রে/ব্ল্যাক কালারে পাওয়া যাবে, যেখানে প্রো মডেলটি পার্পল এবং ব্ল্যাক কালারে লঞ্চ করা হবে। দুটি ডিভাইসেরই সিলভার এবং পার্পল ভ্যারিয়েন্টের রিয়ার প্যানেলে তরঙ্গের মতো প্যাটার্ন রয়েছে। ওপ্পো ২৩ মে চীনে রেনো ১২ এবং রেনো ১২ প্রো উন্মোচন করবে। জানিয়ে রাখি, উভয় মডেলই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। বেস মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ প্রসেসরটি থাকতে পারে, যেখানে প্রো ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটটি ব্যবহৃত হবে।
উল্লেখ্য, Oppo Reno 12 সিরিজের দুটি ফোনই অনুরূপ স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। সম্ভবত উভয় ডিভাইসেই একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য, দুটি ফোনেই একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে।