ক্যামেরা জাস্ট চমকে দেবে! Sony-র কাস্টম সেন্সরের সঙ্গে এন্ট্রি নেবে Oppo Reno 12
Oppo Reno 11 সিরিজের পর এবার লঞ্চের পালা Reno 12 সিরিজের। ইতিমধ্যে এই লাইনআপের ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে...Oppo Reno 11 সিরিজের পর এবার লঞ্চের পালা Reno 12 সিরিজের। ইতিমধ্যে এই লাইনআপের ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন জানা গিয়েছে, Reno 12 লাইনআপের ফোনগুলিতে একটি কাস্টম সনি (Sony) সেন্সর থাকবে, যার ক্যামেরার কোয়ালিটি Reno 11 সিরিজের তুলনায় বেশ হাই হবে। চলুন দেখে নিই, Oppo Reno 12 সিরিজের নতুন সেন্সরটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।
Oppo Reno 12 সিরিজে থাকবে বিশেষ কাস্টমাইজ করা Sony সেন্সর
এক চীনা টিপস্টার দাবি করেছেন যে, ওপ্পো তাদের রেনো ১২ সিরিজের জন্য একটি কাস্টমাইজড সনি লেন্সের ওপর কাজ করছে। সম্ভবত এই লেন্সটি প্রধান ক্যামেরায় ব্যবহৃত হবে। সেন্সরটির অন্তর্ভুক্তির ফলে স্মার্টফোনটিতে ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যেতে পারে৷
প্রসঙ্গত, ওপ্পো রেনো ১১ প্রো-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি লেন্স ব্যবহার হয়েছে। আর আসন্ন রেনো ১২ সিরিজে এলওয়াইটি ৯০০ সেন্সরের ওপর ভিত্তি করে একটি কাস্টম সনি লেন্স থাকতে পারে। তবে টিপস্টার আসন্ন সিরিজটির স্মার্টফোনগুলির ক্যামেরা সেন্সর সম্পর্কে আর কোনও বিশদ তথ্য প্রকাশ করেননি।
Oppo Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
শোনা যাচ্ছে যে, Oppo Reno 12 Pro-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের একটি তৃতীয় লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে৷ এটি অটোফোকাসের জন্য সমর্থন সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও অফার করতে পারে। স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১২-তেও একই রকম ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে, বেস মডেলের সেলফি ক্যামেরা অটোফোকাস ফাংশনালিটি সাপোর্ট নাও করতে পারে।
অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে, অভ্যন্তরীণ নথিগুলি প্রকাশ করেছে যে ওপ্পো MediaTek Dimensity 9200 প্রসেসরের সাথে Reno 12 Pro মডেলটি বাজারে আনবে। এই চিপসেটটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত হবে। জানিয়ে রাখি, Dimensity 9200 চিপসেটটি হল বিদ্যমান Reno 11 Pro স্মার্টফোনে ব্যবহৃত Dimensity 8200 প্রসেসরের ওপরে একটি বিশাল আপগ্রেড। তবে, ফোনের চীনা সংস্করণ Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হতে পারে এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।