ক্যামেরা থেকে ব্যাটারি ও চার্জিং, ফাঁস হল Oppo Reno 12 সিরিজের স্পেসিফিকেশন

ওপ্পো তাদের পরবর্তী প্রজন্মের Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই লাইনআপে...
Ananya Sarkar 17 May 2024 7:02 PM IST

ওপ্পো তাদের পরবর্তী প্রজন্মের Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত হ্যান্ডসেটগুলি সর্ম্পকে নানা তথ্য সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই জানা গেছে যে "CPH2629" মডেল নম্বরটি Oppo Reno 12 Pro ফোনের অন্তর্গত। অনুরূপ একটি মডেল নম্বরের সাথে একটি ওপ্পো ডিভাইসকে এখন টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং ক্যামেরা এফভি-৫ (Camera FV-5) সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এই আসন্ন ডিভাইসটি Oppo Reno 12 মডেল বলে মনে করা হচ্ছে। ডিভাইসটিকে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও দেখা গেছে। আসুন এই সার্টিফিকেশন এবং বেঞ্চমার্ক লিস্টিং থেকে আপকামিং ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Oppo Reno 12 পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

“CPH2625” মডেল নম্বর সহ নতুন ওপ্পো ফোনটি টিইউভি রাইনল্যান্ড, ক্যামেরা এফভি-৫ এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। ওপ্পো রেনো ১২ প্রো ফোনের মডেল নম্বরের (CPH2629) সাথে মিল থাকায় এটিকে স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১২ বলে মনে করা হচ্ছে। টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি প্রকাশ করেছে যে, ওপ্পো রেনো ১২ দ্রুততর ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে এবং ৪,৮৮০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

ক্যামেরা এফভি-৫ সার্টিফিকেশন প্ল্যাটফর্মটি দেখায় যে ওপ্পো রেনো ১২ ফোনটিতে ২৬.৬ মিলিমিটার (প্রাইমারি) লেন্স সহ একটি ১২.৬ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। এটা সম্ভবত ৪-১ পিক্সেল বিনিং পরের রেজোলিউশন। তাই সেন্সরের আসল রেজোলিউশন হল ৫০.৪ মেগাপিক্সেল। প্রধান ক্যামেরাটি এফ/১.৮ অ্যাপারচার এবং ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট সহ আসবে। ১২.৬ মেগাপিক্সেলের আউটপুটে (বিনিং করার পরে), কার্যকর পিক্সেলের আকার ১.৬ মাইক্রোন হবে।

এছাড়াও, ওপ্পো রেনো ১২ হ্যান্ডসেটের পিছনে ৮.৩ মেগাপিক্সেলের রেজোলিউশন সহ ২১.৯ মিলিমিটারের সামান্য প্রশস্ত ফোকাল লেন্থ এবং একটি ছোট এফ/২.০ অ্যাপারচার সহ আরেকটি ক্যামেরা থাকবে। এটি ইআইএস সাপোর্ট এবং একটি সামগ্রিক ছোট সেন্সর আকার (১.২ মাইক্রন পিক্সেল) অফার করবে। সামান্য প্রশস্ত ফিল্ড অফ ভিউয়ের দিকে দেখলে (যা একটি আল্ট্রাওয়াইডের জন্য যথেষ্ট নয়), এটি বিনড মোডে ফ্রন্ট ক্যামেরাকে উপস্থাপন করে বলে মনে হচ্ছে। পূর্বসূরি ওপ্পো রেনো ১১ ফোনে ২২ মিলিমিটারের ফোকাল লেন্থ সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ছিল।

যদিও ক্যামেরা এফভি-৫ সার্টিফিকেশন তালিকায় Oppo Reno 12 হ্যান্ডসেটের আর কোনও রিয়ার ক্যামেরার বিবরণ প্রকাশ করা হয়নি, তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) জানিয়েছেন যে, ফোনটিতে ২x অপটিক্যাল জুম একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও থাকবে। এতে সম্ভবত একটি আল্ট্রাওয়াইড লেন্সও মিলবে।

অন্যদিকে, Oppo Reno 12 গিকবেঞ্চ (GeekBench 6.3.0) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ১,০৩৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৭৫০ পয়েন্ট অর্জন করেছে। ফোনটিতে ৮ জিবি বিল্ট-ইন মেমরি থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। তবে Reno 12 অন্যান্য মেমরি সংস্করণেও উপলব্ধ হবে বলে আশা করা যায়। বেঞ্চমার্ক লিস্টিং অনুসারে, ফোনটি একটি অক্টা-কোর চিপসেটে চলবে, যা ২.০০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর এবং ২.৫ গিগাহার্টজ গতির চারটি কোর দ্বারা গঠিত। গ্রাফিক্সের জন্য, চিপসেটটিতে Mali-G615 MC2 জিপিইউ যুক্ত থাকবে।

Show Full Article
Next Story