4G ও 5G ভার্সনে আসছে Oppo Reno 12F, ফাঁস দাম, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং ডিটেলস

চীনের সকল লঞ্চের পর এবার ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের লেটেস্ট Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি...
Ananya Sarkar 7 Jun 2024 7:54 PM IST

চীনের সকল লঞ্চের পর এবার ওপ্পো গ্লোবাল মার্কেটে তাদের লেটেস্ট Oppo Reno 12 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে Reno 12 লাইনআপ এমাসেই বিশ্ববাজারে পা রাখবে। সিরিজটিতে তিনটি মডেল অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল Oppo Reno 12F, Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro। আর এখন এক টিপস্টারের সৌজন্যে জানা গেছে যে, নতুন Oppo Reno 12F ফোনটি আন্তর্জাতিকভাবে 4G এবং 5G উভয় সংস্করণেই উপলব্ধ হবে। আসুন আসন্ন হ্যান্ডসেটগুলির বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Oppo Reno 12F 5G এবং Oppo Reno 12F 4G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার চুন-এর মতে, ওপ্পো রেনো ১২এফ ৪জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেটটি থাকবে, আর এর ৫জি সংস্করণে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ভি প্রসেসরটি ব্যবহৃত হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ৪জি সংস্করণটির দাম ৩০০ ডলার (প্রায় ২৫,০৪০ টাকার) এর কম হতে পারে। তবে, ওপ্পো রেনো ১২এফ ৫জি ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই। দুটি ফোনই গ্রে, গ্রীন এবং অরেঞ্জ কালার অপশনে বিক্রি হবে।

এছাড়াও জানা গেছে যে, ওপ্পো রেনো ১২এফ ৫জি ফোনে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট মিলবে, তবে ৪জি ভ্যারিয়েন্টে এটি অনুপস্থিত থাকবে। তবে দুটি ফোনই অভিন্ন ক্যামেরা সেটআপের সাথে আসবে। হ্যান্ডসেটগুলির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে।

Oppo Reno 12F 5G এবং Oppo Reno 12F 4G উভয় ডিভাইসের রিয়ার প্যানেলেই ৫০ মেগাপিক্সেলের OmniVision OV50D প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে, যার সাথে একটি ৮ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক ক্যামেরা যুক্ত থাকবে। দুটি ফোনেরই ক্যামেরার চারপাশে একটি এলইডি রিং দেখা যাবে।

তবে, Oppo Reno 12F ফোনের 4G এবং 5G ভ্যারিয়েন্টগুলি র‍্যাম এবং স্টোরেজ বিকল্পের ক্ষেত্রে আলাদা হতে পারে। তবে টিপস্টার Reno 12F সিরিজের র‍্যাম, স্টোরেজ, ডিসপ্লে, ব্যাটারি বা চার্জিং সম্পর্কে কোনো তথ্য ফাঁস করেননি। যদিও সাম্প্রতিক একটি সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, Oppo Reno 12F 5G সংস্করণে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আশা করা যায়, আগামী দিনে Oppo Reno 12F সিরিজ সম্পর্কে আরও বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আসবে।

Show Full Article
Next Story