বাজার মাতাতে আসছে Oppo Reno 13 Pro, থাকবে দুর্ধর্ষ ক্যামেরা-ডিসপ্লে ও 80W চার্জিং
ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনে থাকবে ৫,৯০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট মিলবে।
Oppo Reno 12 সিরিজ চলতি বছরের জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। এবার এই সিরিজের আপগ্রেড ভার্সন বা উত্তরসূরি হিসাবে চীনে Oppo Reno 13 লাইনআপের উপর কাজ শুরু হয়ে গিয়েছে। সংস্থা অফিশিয়ালি কিছু না বললেও ইতিমধ্যেই এই সিরিজের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এবার Oppo Reno 13 Pro মডেলটির প্রচুর ডিটেলস সামনে এসেছে। চলুন দেখে নিই, এই স্মার্টফোন কী কী অফার করবে।
ওপ্পো রেনো ১৩ প্রো এর স্পেসিফিকেশন কেমন হবে
বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনে ওপ্পো রেনো ১৩ প্রো নামে একটি আসন্ন হ্যান্ডসেটের তথ্য প্রকাশ্যে এনেছে। ওই সূত্রের দাবি, এই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে থাকতে চলেছে। এটি ১.৫কে (২৭৮০x১২৬৪) রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গিয়েছে। ফোনটিতে ৩x জুমের সঙ্গে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যাবে।
রেনো ১৩ প্রো মডেলটির ব্যাটারি ক্যাপাসিটি কেমন হতে পারে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের তরফে জানানো হয়েছে যে, এই ডিভাইসে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সমর্থন মিলবে। জল ও ধুলো থেকে রক্ষার জন্য ফোনটির বডি আইপি৬৮ অথবা আইপি৬৯ রেটেড হতে পারে। উল্লেখ্য, রেনো ১২ প্রো এর ওয়াটারপ্রুফ রেটিং ছিল আইপি৬৫।
এছাড়া, ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি রেনো ১২ প্রো এর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেটের তুলনায় বড় আপগ্রেড হবে। জল্পনা শোনা যাচ্ছে, রেনো ১৩ প্রো ৫,৯০০ এমএএইচ ব্যাটারি অফর করবে। যেখানে স্ট্যান্ডার্ড মডেলটিতে মিলবে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি। ওপ্পো রেনো ১২ সিরিজ ডিসেম্বরের শেষে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।।
ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনে থাকবে ৫,৯০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট মিলবে।