টেলিফটো ক্যামেরার সাথে ওপ্পো রেনো ১৩ প্রো চলতি মাসেই লঞ্চ হচ্ছে, থাকবে খাস ফিচার
Oppo Reno 13 Pro Launch Date - রিপোর্ট অনুযায়ী ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনে মাইক্রো কোয়াড কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চি ওএলইডি ৮টি এলটিপিও ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ওপ্পো অক্টোবরের শেষ সপ্তাহে ফাইন্ড এক্স৮ ও ফাইন্ড এক্স৮ প্রো প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে। এবার মিড রেঞ্জ ওপ্পো রেনো ১৩ সিরিজ বাজারে আনার পালা। গত কয়েকমাস ধরে এই সিরিজের বিভিন্ন ফিচার সামনে আসলেও, এর লঞ্চের তারিখ এতদিন অজানা ছিল। তবে আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, Oppo Reno 13 ফোনটি আগামী ২৫ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে। এর আগেও একটি রিপোর্টে বলা হয়েছিল যে, ওপ্পো রেনো ১৩ সিরিজ নভেম্বরের শেষ সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করতে পারে।
ফলে টিপস্টারের দাবির সাথে আগের রিপোর্টের মিল আছে। আমাদের অনুমান ওপ্পো রেনো ১৩ প্রো এর সাথে ওইদিন ওপ্পো রেনো ১৩ ডিভাইসটিও লঞ্চ হবে। যদিও কোম্পানিটি এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করেনি। তবে টিপস্টার বলেছেন যে, ওপ্পো এই মুহূর্তে ১১ নভেম্বর চীনের ডাবল ইলেভেন ফেস্টিভ্যাল উপলক্ষে ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন বিক্রি বাড়াতে ব্যস্ত। এরপর কোম্পানিটি নতুন সিরিজের টিজার প্রকাশ করতে শুরু করবে। অর্থাৎ আমরা মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ওপ্পো রেনো ১৩ সিরিজের টিজার দেখতে পাবো।
Oppo Reno 13 Pro: স্পেসিফিকেশন ও ফিচার (লিক)
রিপোর্ট অনুযায়ী ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনে মাইক্রো কোয়াড কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চি ওএলইডি ৮টি এলটিপিও ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ওপ্পো রেনো ১৩ প্রো অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সেটআপের মধ্যে ৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফির মোড অফার করবে। এটি ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য আইপি রেটিং সহ আসবে।
Oppo Reno 13 Pro Launch Date - রিপোর্ট অনুযায়ী ওপ্পো রেনো ১৩ প্রো স্মার্টফোনে মাইক্রো কোয়াড কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চি ওএলইডি ৮টি এলটিপিও ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।