Oppo Reno 13 Pro Specifications

ওপ্পো রেনো ১৩ প্রো বড় ডিসপ্লের সাথে জলদি লঞ্চ হচ্ছে, থাকবে ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর

Oppo Reno 13 Pro Specifications - টিপস্টার বলেছেন যে ওপ্পো রেনো ১৩ প্রো মডেলের টপ ভ্যারিয়েন্টটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে।

Ananya Sarkar 6 Nov 2024 11:55 AM IST

গত কয়েকদিন ধরে ওপ্পোর আসন্ন Oppo Reno 13 সিরিজের ডিভাইসগুলির সর্ম্পকে একাধিক তথ্য অনলাইনে ভেসে বেড়াচ্ছে, যা আগ্রহী ব্যক্তিদের আকর্ষণ অর্জন করেছে। এই বহু প্রতীক্ষিত লাইনআপে দুটি মডেল থাকবে বলে জানা গেছে, এগুলি হল Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro। আপকামিং ওপ্পোগুলি আগামী ২৫ নভেম্বর চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগেই এখন এক সুপরিচিত টিপস্টার শীর্ষ-স্তরের ওপ্পো রেনো ১৩ প্রো সম্পর্কে কিছু নতুন তথ্য ফাঁস করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 13 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) পোস্টে একটি আসন্ন ফোনের কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। যদিও টিপস্টার সরাসরি ডিভাইসটির নাম উল্লেখ করেননি, তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত করে যে এটি সম্ভবত ওপ্পো রেনো ১৩ প্রো। যদিও আগের কিছু রিপোর্টে ওপ্পোর এই আসন্ন ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেটটি থাকবে বলে উল্লেখ করা হয়েছিল, তবে ডিসিএস-এর নতুন পোস্ট অন্য প্রসেসরের দিকে ইঙ্গিত করেছে। তার দাবি, ডিভাইসটি অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসরে চলবে। তথ্যটি সঠিক হলে, এটি বর্তমান প্রজন্মের রেনো ১২ প্রো মডেলের চীনা মডেল থেকে এক ধাপ নিচে নামবে, যা ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করে। এছাড়া টিপস্টার বলেছেন যে ওপ্পো রেনো ১৩ প্রো মডেলের টপ ভ্যারিয়েন্টটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করবে।

মনে করা হচ্ছে যে, প্রসেসরের ওপর ফোকাস করার পরিবর্তে ওপ্পো এবার তাদের ওপ্পো রেনো ১৩ ফোনের অন্যান্য দিকগুলিকে অগ্রাধিকার দিচ্ছে। ডিভাইসটিতে তার পূর্বসূরির চেয়ে বড় চতুর্ভুজ বাঁকা ডিসপ্লে থাকবে, যার পরিমাপ হবে ৬.৮৩ ইঞ্চি। ক্যামেরা সেটআপটি সম্ভবত পূর্বসূরির মতোই হবে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে৷

এছাড়াও ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ফোনটির পূর্ববর্তী ইঞ্জিনিয়ারিং মডেলে একটি ধাতব মিডল ফ্রেম রয়েছে এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ উভয় রেটিং রয়েছে, যা পূর্বসূরি ওপ্পো রেনো ১২ প্রো-এর আইপি৬৫ রেটিং থেকে একটি আপগ্রেড হবে। আসন্ন ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে আশা করা যায়, যা গত বছরের মডেলটিতে অনুপস্থিত ছিল। তবে পরে উল্লেখিত স্পেসিফিকেশনগুলি ওপ্পো রেনো ১৩ প্রো ফোনের রিটেইল সংস্করণে বাস্তবায়িত হবে কিনা, সেবিষয়ে টিপস্টার নিশ্চিত নন।

Show Full Article
Next Story