মিড রেঞ্জে স্পেশাল ফিচার সহ আসছে Oppo Reno 13 Pro, টেলিফটো ক্যামেরা সহ থাকবে Dimensity 9300 প্রসেসর

আগামী ২৪ অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Find X8 সিরিজ। এর পাশাপাশি সংস্থাটি Oppo Reno 13 সিরিজের উপরেও কাজ করছে। আজ...
Ankita Mondal 15 Oct 2024 11:53 PM IST

আগামী ২৪ অক্টোবর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Find X8 সিরিজ। এর পাশাপাশি সংস্থাটি Oppo Reno 13 সিরিজের উপরেও কাজ করছে। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, এই সিরিজের Reno 13 Pro মডেলের প্রসেসর সহ বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তার দাবি সত্যি হলে বলা যায় ফোনটি মিড রেঞ্জে আসবে।

Oppo Reno 13 Pro ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর

টিপস্টার জানিয়েছেন আসন্ন Oppo Reno 13 Pro স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আর ডিভাইসটি জল ও ধুলো প্রতিরোধী রেটিং সহ আসবে। এছাড়া এই ফোনে ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হবে। আবার এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ডিজিটাল চ্যাট স্টেশন আরও বলেছেন, ওপ্পো রেনো ১৩ প্রো মডেলে মেটাল ফ্রেম থাকতে পারে, যা একে প্রিমিয়াম লুক দেবে। এছাড়া তিনি বলেছেন, ডিভাইসটিতে বিশেষ ম্যাগনেটিক প্রোট্রেক্টিভ কেসের মাধ্যমে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

এর আগে টিপস্টার ওপ্পো রেনো ১৩ সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন, রেনো ১৩ মডেলে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যেখানে রেনো ১৩ প্রো ফোনে দেওয়া হবে ৫,৯০০ এমএএইচ ব্যাটারি। অর্থাৎ তুলনামূলক ভাবে বড় ব্যাটারি সহ লঞ্চ হবে ডিভাইসগুলি।

Show Full Article
Next Story