Oppo Reno 13 ও Reno 13 Pro পেরিস্কোপ ক্যামেরা সহ আজ লঞ্চ হচ্ছে, দাম দেখে নিন

Oppo Reno 13 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 6.83-ইঞ্চি AMOLED স্ক্রিন। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন (2800 x 2172 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Ankita Mondal 25 Nov 2024 11:28 AM IST

Oppo Reno 13 ও Reno 13 Pro আজ অর্থাৎ 25 নভেম্বর লঞ্চ হতে চলেছে। তবে তার আগে এই দুই ডিভাইসকে চীনের TENAA সার্টিফিকেশন সাইট ও চায়না টেলিকম প্রোডাক্ট লাইব্রেরী ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। এই দুই জায়গা থেকে উভয় ফোনের স্পেসিফিকেশন উঠে এসেছে। এমনকি লঞ্চের আগে এদের দামও জানা গেছে। আসুন দুই ওয়েবসাইটের ডেটাবেস থেকে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Oppo Reno 13 স্পেসিফিকেশন

টেনা সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, Oppo Reno 13 ফোনের সামনে 6.59-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হবে, যা 12760 x 1556 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,600mAh ব্যাটারি দেওয়া হবে, যা 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য রেনো 13 স্মার্টফোনে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরাগুলি হবে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP68/69 রেটিং পাওয়া যাবে।

Oppo Reno 13 ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম

রেনো 13 একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‌্যাম + 1 টিবি স্টোরেজ। চীন টেলিকম প্রোডাক্ট লাইব্রেরী অনুযায়ী, এদের দাম রাখা হবে যথাক্রমে 2,799 ইউয়ান (প্রায় 32,400 টাকা ), 3,099 ইউয়ান (প্রায় 35,900 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 38,200 টাকা), 3,599 ইউয়ান (প্রায় 41,700 টাকা), এবং 3,899 ইউয়ান (প্রায় 45,100 টাকা)। রেনো 13 মিডনাইট ব্ল্যাক, বাটারফ্লাই পার্পল এবং গ্যালাক্সি ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Oppo Reno 13 Pro স্পেসিফিকেশন ও ফিচার

অন্যদিকে, Reno 13 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 6.83-ইঞ্চি AMOLED স্ক্রিন। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন (2800 x 2172 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বেস মডেলের মতো, এটিও ডাইমেনসিটি 8350 প্রসেসর দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 5,800mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে রেনো 13 প্রো এর সামনে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। রিয়ার ক্যামেরা সেটআপে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50-মেগাপিক্সেল সেন্সর থাকবে, সম্ভবত এটি পেরিস্কোপ লেন্স। এই ডিভাইসটি কালারওএস 15 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি আইআর ব্লাস্টার দেওয়া হবে। এটি IP68/69 রেটিং বডি সহ আসবে।

Oppo Reno 13 Pro: দাম

ওপ্পো রেনো 13 প্রো চারটি স্টোরেজ বিকল্পে আসবে: 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‌্যাম + 1 টিবি স্টোরেজ। চায়না টেলিকমের ডেটাবেসে এই স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে 3,499 ইউয়ান (প্রায় 40,500 টাকা), 3,799 ইউয়ান (প্রায় 44,000 টাকা), 4,099 ইউয়ান (প্রায় 47,505 টাকা), এবং 4,399 ইউয়ান (প্রায় 50,900 টাকা) মূল্যে উপলব্ধ। এটি মিডনাইট ব্ল্যাক, বাটারফ্লাই পার্পল এবং স্টারলাইট পিঙ্কের মতো রঙে পাওয়া যাবে।

Show Full Article
Next Story