Oppo Reno 13 আইফোনের মতো ডিজাইন সহ আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে, প্রথম ছবি ফাঁস
ওপ্পো রেনো ১৩ ও ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে মাইক্রো কোয়াড কার্ভড ফিচার সহ যথাক্রমে ৬.৫৯ ইঞ্চি ও ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Oppo Reno 13 সিরিজ লঞ্চ নিয়ে চর্চা তুঙ্গে। আগামী মাসে এই সিরিজ ভারতে আসার কথা। তার আগে আগামী ২৫ নভেম্বর চীনে ওপ্পো-র নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে পারাস গুগালনি আজ আবার বলেছেন যে, ১৯ নভেম্বর Oppo Reno 13 মালয়েশিয়ায় পা রাখবে। ইতিমধ্যেই কোম্পানি এই সিরিজের ফোন টিজ করতে শুরু করেছে। আজ আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, ওপ্পো রেনো ১৩ এর বেস মডেলের ছবি শেয়ার করেছেন, যেখানে ফোনটিকে আইফোনের মতো ডিজাইন সহ দেখা গেছে।
ওপ্পো রেনো ১৩ আইফোনের মতো ডিজাইন সহ আসছে
ডিজিটাল চ্যাট স্টেশন ওপ্পো রেনো ১৩ এর যে ছবি শেয়ার করেছেন তাতে আইফোন ১৫ ফোনের ব্যাক প্যানেলের মত ডিজাইন দেখা গেছে। অর্থাৎ আমাদের ধারণা রেনো ১৩ সিরিজের ডিভাইসগুলি আইফোনের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হবে। ছবিতে দেখা গেছে, আইফোনের মতো রেনো ১৩ এর ক্যামেরা আইল্যান্ডে কোল্ড ক্র্যাভড গ্লাস উপস্থিত। ক্যামেরা মডিউলগুলি গোলাকার এবং ব্যাক প্যানেলে উপস্থিত ক্যামেরা সেটআপ আইফোনের মতো সামান্য উত্থিত। তবে আইফোন ১৫ মডেলে যেখানে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেখানে ওপ্পো রেনো ১৩ আসবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ।
ওপ্পো রেনো ১৩ সিরিজ: স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
রিপোর্ট অনুযায়ী, ওপ্পো রেনো ১৩ ও ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে মাইক্রো কোয়াড কার্ভড ফিচার সহ যথাক্রমে ৬.৫৯ ইঞ্চি ও ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হবে। পারফরম্যান্সের জন্য প্রো হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এবং বেস মডেলে স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।
ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ওপ্পো রেনো ১৩ স্মার্টফোনে থাকতে পারে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি। যেখানে প্রো মডেলটি ৫,৯০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এগুলিতে ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ১৩ ও ওপ্পো রেনো ১৩ প্রো ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবে। আবার প্রো ভ্যারিয়েন্টের পিছনে দেখা যাবে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স।
ওপ্পো রেনো ১৩ ও ওপ্পো রেনো ১৩ প্রো ফোনে মাইক্রো কোয়াড কার্ভড ফিচার সহ যথাক্রমে ৬.৫৯ ইঞ্চি ও ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।