চারদিন পরেই লঞ্চ হচ্ছে Oppo Reno 13, পাওয়ারফুল ডাইমেনসিটি প্রসেসর সহ উপস্থিত হল Geekbench-এ
Oppo Reno 13 সিরিজটি চলতি মাসের শেষে চীনা বাজারে পা রাখবে। লঞ্চের আগে এখন এই লাইনআপের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটিকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।
আগামী ২৫ নভেম্বর ওপ্পো চীনের বাজারে তাদের Oppo Reno 13 এবং Oppo Reno 13 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করবে। এই ডিভাইসগুলি ওপ্পো রেনো ১২ এবং রেনো ১২ প্রো মডেলের উত্তরসূরি হিসেবে আসবে, যেগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। সম্প্রতি, ওপ্পো রেনো ১৩ প্রো কে গিকবেঞ্চ (Geekbench)-এর ডেটাবেসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ সিরিজের চিপসেটের সাথে দেখা গেছে। আজ আবার স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Oppo Reno 13 কে এই একই বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে।
Oppo Reno 13 ফোনকে দেখা গেল গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে
পিকেএম১১০ এবং পিকেকে১১০ মডেল নম্বর সহ দুটি আসন্ন ওপ্পো ফোনকে গিকবেঞ্চের প্ল্যাটফর্মে দেখা গেছে৷ এগুলি যথাক্রমে রেনো ১৩ এবং রেনো ১৩ প্রো এর চীনা সংস্করণের মডেল নম্বর। একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এগুলির বিশ্বব্যাপী সংস্করণগুলি যথাক্রমে সিপিএইচ২৬৮৯ এবং সিপিএইচ২৬৯৭ মডেল নম্বর বহন করে। ওপ্পো রেনো ১৩ প্রো আগের সপ্তাহে গিকবেঞ্চের ডেটাবেসে উপস্থিত হয়েছিল। লিস্টিংটি থেকে জানা যায় যে, রেনো ১৩ প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই একই চিপসেট ওপ্পো রেনো ১৩ কেও শক্তি যোগাবে।
আবার, অন্য কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওপ্পো রেনো ১৩ সিরিজে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসরটি থাকবে। এই নতুন চিপে সামান্য কিছু পরিবর্তন সহ ডাইমেনসিটি ৮৩০০-এর মতো একই সিপিইউ এবং জিপিইউ থাকতে পারে। ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো গিকবেঞ্চে যথাক্রমে ১২ জিবি র্যাম ও ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ ওএস সহ উপস্থিত হয়েছে।
স্টোরেজ ও কালার অপশন
উল্লেখ্য, ওপ্পো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ওপ্পো রেনো ১৩ এবং ওপ্পো রেনো ১৩ প্রো ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজের মতো সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলটি ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণেও আসবে। ওপ্পো রেনো ১৩ সিরিজের দুটি হ্যান্ডসেটই বিক্রি হবে মিডনাইট ব্ল্যাক এবং বাটারফ্লাই পার্পল কালারে। এছাড়া, স্ট্যান্ডার্ড এবং প্রো যথাক্রমে গ্যালাক্সি ব্লু এবং স্টারলাইট পিঙ্কের মতো আলাদা শেডগুলিতেও আসবে।
Oppo Reno 13 সিরিজটি চলতি মাসের শেষে চীনা বাজারে পা রাখবে। লঞ্চের আগে এখন এই লাইনআপের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটিকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে।