Oppo Reno 7 4G দুর্দান্ত ক্যামেরা ও Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ হল, দাম ও সমস্ত ফিচার দেখে নিন

গত বছর নভেম্বরে Oppo Reno 7 সিরিজটি প্রথম চীনের বাজারে আত্মপ্রকাশ করে, তারপর গতমাসের প্রথমদিকে ভারতের বাজারেও লঞ্চ হয়...
Ananya Sarkar 30 March 2022 2:19 PM IST

গত বছর নভেম্বরে Oppo Reno 7 সিরিজটি প্রথম চীনের বাজারে আত্মপ্রকাশ করে, তারপর গতমাসের প্রথমদিকে ভারতের বাজারেও লঞ্চ হয় এই লাইনআপের ডিভাইসগুলি। আর এবার স্মার্টফোন সংস্থা ওপ্পো চুপিসাড়ে ইন্দোনেশিয়ার বাজারে এই সিরিজের অধীনে Oppo Reno 7 4G মডেলটি লঞ্চ করল। এই হ্যান্ডসেটটি Reno 7 সিরিজের প্রথম মডেল, যা ৫জি কানেক্টিভিটি সাপোর্ট ছাড়াই বাজারে এসেছে। যদিও এই ফোনে ভিন্ন রিয়ার ডিজাইন রয়েছে, তবে এর স্পেসিফিকেশনগুলি চলতি মাসে থাইল্যান্ডের বাজারে লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 695 চিপসেট দ্বারা চালিত Reno 7 Z 5G- এর মতো। আসুন এই নয়া ফোনের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৭ ৪জি- এর দাম ও লভ্যতা (Oppo Reno 7 4G Specifications)

ইন্দোনেশিয়ায় ওপ্পো রেনো ৭ ৪জি মডেলটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৫২,০০,০০০ রুপিয়াহ (আনুমানিক ২৭,৫৩০ টাকা) এবং এটির প্রথম সেল আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে৷ এই ওপ্পো হ্যান্ডসেটটি টোয়াইলাইট অরেঞ্জ এবং কসমিক ব্ল্যাক- এই দুই কালার অপশনে পাওয়া যাবে। যারা ডিভাইসটির প্রি-অর্ডার করবেন তারা বিনামূল্যে এর সাথে একটি ব্লুটুথ স্পিকার এবং বিশেষ ছাড়ের সঙ্গে একটি ওপ্পো ওয়াচ কিনতে পারবেন।

ওপ্পো রেনো ৭ ৪জি স্পেসিফিকেশন (Oppo Reno7 4G Specifications)

ওপ্পো রেনো ৭ ৪জি ফোনে পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটি ১,০৮০x ২,৪০০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪০৯ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং একটি ৯০.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে৷ এছাড়া, স্ক্রিনের ওপর গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা পাওয়া যাবে। নিরাপত্তার জন্য, ওপ্পো রেনো ৭ ৪জি ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 7 4G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সহকারী লেন্স উপস্থিত রয়েছে। এর পাশাপাশি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেলফি ক্যামেরা বর্তমান।

সর্বোপরি, পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 7 4G- এ দেওয়া হয়েছে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট করে। Oppo Reno7 4G- এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। অবশেষে, এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে এবং এর পিছনের দিকে একটি ফাইবারগ্লাস-লেদারের ডিজাইন দেখা যাবে। এই নতুন রিয়েলমি ফোনটির পরিমাপ ১৫৯.৯ x ৭৩.২ x ৭.৪৯ মিলিমিটার এবং ওজন ১৭৫ গ্রাম।

Show Full Article
Next Story
Share it