15 হাজারে কেনা যাবে 47 হাজার টাকার এই Oppo ফোন, Flipkart দিচ্ছে চমকপ্রদ অফার

আপনি কি এই মুহূর্তে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন? আর আপনার চাই ভালো ক্যামেরা, বেশি স্টোরেজ, ফাস্ট চার্জিংয়ের মত...
Anwesha Nandi 13 March 2023 2:31 PM IST

আপনি কি এই মুহূর্তে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন? আর আপনার চাই ভালো ক্যামেরা, বেশি স্টোরেজ, ফাস্ট চার্জিংয়ের মত ফিচার? তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি দারুণ সুখবর! আসলে এখন ২৫৬ জিবি স্টোরেজ এবং শক্তিশালী ক্যামেরা বিশিষ্ট Oppo Reno 7 Pro ব্যাপক ছাড়ে মিলছে – এক্ষেত্রে আগ্রহীরা ৪৭,৯৯০ টাকা দামের এই ফোনটি ১৫,০০০ টাকার কমে পকেটস্থ করতে পারেন। ভাবছেন কীভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন Flipkart-এ Big Saving Days সেল লাইভ রয়েছে, আর এই সেলেই Oppo-র স্মার্টফোনটি সস্তায় কেনার সুযোগ মিলছে।

Oppo Reno 7 Pro-তে দুর্দান্ত ছাড় দিচ্ছে Flipkart

ওপ্পো রেনো ৭ প্রো-এর ১২ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৭,৯৯০ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্টে ফোনটির ওপর ২৭% ডিসকাউন্ট মিলছে, যার ফলে এটি ৩৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে এই ওপ্পো ফোন কেনার সময় আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা) পাওয়া যাবে।

শুধু তাই নয়, এই ওপ্পো রেনো ৭ প্রো ফোন কেনার ক্ষেত্রে আরো সাশ্রয় করা যাবে – ক্রেতারা নিজের পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই মডেল কিনলে অতিরিক্ত ২০,০০০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন। অর্থাৎ সমস্ত অফার কাজে লাগানো গেলে ফোনটি ৩৪,৯৯৯ - ২০,০০০ = ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। বুঝতেই পারছেন, এটি কতটা লাভজনক ব্যাপার!

Oppo Reno 7 Pro ফোনের স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৭ প্রো ফোনটিতে ৬.৫ ইঞ্চি ফুলএইচডি প্লাস (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অন্যদিকে পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক ১২০০ ম্যাক্স প্রসেসর বহন করবে, সাথে থাকবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ৬৫ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিংসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি মিলবে। শুধু তাই নয়, ওপ্পো রেনো ৭ প্রো-তে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ (Sony IMX766) প্রাইমারি সেন্সরযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এদিকে কানেক্টিভিটির জন্য এটি ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি (NFC) এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অফার করবে; যেখানে সিকিউরিটির জন্য বিদ্যমান হবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story