১২ হাজার টাকা ডিসকাউন্ট, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo Reno 8 5G সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে
আপনি যদি Oppo Smartphone কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এটাই সঠিক সময়। কারণ জনপ্রিয় এই ব্র্যান্ডের ফোনে বাম্পার...আপনি যদি Oppo Smartphone কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এটাই সঠিক সময়। কারণ জনপ্রিয় এই ব্র্যান্ডের ফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সংস্থাটির মিড রেঞ্জ ফোন Oppo Reno 8 5G এখন অনেক কম দামে কেনা যাবে। এর সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও ব্যাংক অফার দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, Oppo Reno 8 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
Oppo Reno 8 5G-এর দাম
ওপ্পো রেনো ৮ ৫জি অ্যামাজনে সস্তায় পাওয়া যাচ্ছে। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে এটি এখন ৩১% ছাড়ের পরে ২৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
ছাড়ের পাশাপাশি ব্যাংক অফারও পাওয়া যাচ্ছে। নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরানো ফোন বদলেও আপনি ওপ্পো রেনো ৮ ৫জি কিনতে পারবেন।
Oppo Reno 8 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
Oppo Reno 8 5G ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo Reno 8 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।