মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে Oppo-র ইউনিক ফোন, ৩০০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

খুব বিশেষ কিছু অনুষ্ঠান উপলক্ষে হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি কখনো-কখনো লিমিটেড এডিশন স্মার্টফোন নিয়ে হাজির হয়।...
techgup 5 Jan 2023 1:36 PM IST

খুব বিশেষ কিছু অনুষ্ঠান উপলক্ষে হ্যান্ডসেট নির্মাতা সংস্থাগুলি কখনো-কখনো লিমিটেড এডিশন স্মার্টফোন নিয়ে হাজির হয়। এক্ষেত্রে সমস্যাটা হল, একবার স্টক শেষ হয়ে গেলে এই ডিভাইসগুলি আর কেনা যায় না। উল্লেখ্য, গত মাসে জনপ্রিয় টেক ব্র্যান্ড Oppo এমনই একটি লিমিটেড এডিশন স্মার্টফোন লঞ্চ করেছিল, যেটি বর্তমানে Flipkart-এ চুটিয়ে বিক্রি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ফোনটি এখন ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সাথে উপলব্ধ রয়েছে। ফলে যারা বছরের একদম শুরুতেই একটি দুর্দান্ত হ্যান্ডসেট অত্যন্ত সস্তায় হাতে পেতে চাইছেন, তাদের খরিদ্দারীর এটাই হল আদর্শ সময়।

আপনাদেরকে জানিয়ে রাখি, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হওয়া Oppo Reno 8 Pro 5G House of the Dragon-এর কিছু সীমিত সংখ্যক ইউনিট বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। 'হাউস অফ ড্রাগন' ওয়েব সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা এই ডিভাইসটির সাথে অনেকগুলি ড্রাগন থিমযুক্ত অ্যাক্সেসরিজও মিলবে। আর সেইসাথে অগ্রিম ছাড় ও একাধিক আকর্ষণীয় অফার যে মজুত রয়েছে, সেকথা তো আগেই বলেছি।

দুর্দান্ত ছাড়ে Flipkart থেকে কিনে নিন Oppo Reno 8 Pro 5G House of the Dragon

এমনিতে Oppo Reno 8 Pro 5G House of the Dragon-এর আসল দাম ৫২,৯৯৯ টাকা। তবে বর্তমানে ১৩ শতাংশ ছাড়ের দৌলতে হ্যান্ডসেটটি ফ্লিপকার্ট থেকে ৪৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার, নির্বাচিত কিছু ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড মারফত পেমেন্ট করলে ৪,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন ক্রেতারা। সেইসাথে ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ২৫০ টাকা ছাড়ের সুবিধা মিলবে।

তবে এখানেই শেষ নয়, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। ফলে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে ফোনটিকে মাত্র ২১,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন ক্রেতারা।

ফোনের সাথে পাওয়া যাবে এই সকল চমকপ্রদ অ্যাক্সেসরিজ

আলোচ্য ফোনটির বক্সে একটি দুর্দান্ত ফোন কেস, বিশেষ সিম ইজেক্টর পিন, কী চেইন এবং ফোন হোল্ডার রয়েছে। স্মার্টফোনটির সাথে একটি চমকপ্রদ কালেক্টেবল ড্রাগন এগও দিয়েছে কোম্পানি। উল্লেখ্য, 'গেম অফ থ্রোনস' (Game of Thrones) বা 'হাউস অফ ড্রাগন' (House of Dragon)-এর ভক্তদেরকে এই ধরনের অ্যাক্সেসরিজগুলি বিশেষভাবে আকর্ষিত করবে। সেক্ষেত্রে আপনি যদি এই দলের অন্তর্ভুক্ত হন, তাহলে বাম্পার ডিসকাউন্টে উক্ত ফোনটি কেনার এই সুযোগ হাতছাড়া করা আপনার একেবারেই উচিত হবে না।

Oppo Reno 8 Pro 5G House of the Dragon-এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই লিমিটেড এডিশন স্মার্টফোনটির স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড Oppo Reno 8 Pro 5G-এর অনুরূপ। ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা এই হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স (MediaTek Dimensity 8100 Max) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ছাড়াও একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo-র এই স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story