কেনার চার বছর পরেও নতুনের মতো চলবে ফোন, Oppo-র দাবি ঘিরে শোরগোল

গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে Oppo Reno 8 এবং Reno 8 Pro। দুটি ফোনই আবার বিশ্ব বাজারেও উপলব্ধ। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী,...
Ananya Sarkar 24 Nov 2022 1:02 PM IST

গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে Oppo Reno 8 এবং Reno 8 Pro। দুটি ফোনই আবার বিশ্ব বাজারেও উপলব্ধ। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ফোনগুলি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য তৈরি করা হয়েছে। উভয় ডিভাইসেই ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং আগামী চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, মডেলগুলি TÜV SÜD থেকে ৩৬ মাসের ফ্লুয়েন্সি রেটিংও লাভ করেছে। আর এবার কোম্পানি নিশ্চিত করেছে যে, Reno 8 Pro ফোনটি তার ব্যাটারির দক্ষতার জন্য টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর সার্টিফিকেশন পেয়েছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Reno 8 Pro-এর মুকুটে যোগ হল নতুন পালক

প্রথমেই জানাই, টিইউভি রাইনল্যান্ড হল একটি বিশ্বব্যাপী বিশেষজ্ঞ সংস্থা যা স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তার জন্য ডিভাইসের ব্যাটারি পরীক্ষা করে থাকে। ওপ্পো রেনো ৮ প্রো-এ থাকা কোম্পানির মালিকানাধীন লিথিয়াম ব্যাটারি এবং ব্যাটারি হেলথ ম্যানেজমেন্ট (BHM) সিস্টেম পরীক্ষা করার পর, রাইনল্যান্ড ল্যাব এটিকে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন প্রদান করেছে।

প্রসঙ্গত, ওপ্পোর ব্যাটারি হেলথ ইঞ্জিন (BHE) ব্যাটারির স্থায়িত্বের সঙ্গে আপস না করে সর্বোচ্চ চার্জিং গতি বজায় রেখে ব্যাটারির আয়ু বৃদ্ধি করে। এটি ফোনটিকে ১,৬০০টি চার্জ চক্রের পরেও তার আসল চার্জিং ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখতে সাহায্য করে যা কার্যকরভাবে প্রায় চার বছর ব্যবহার করার সমান। উল্লেখযোগ্যভাবে, এটি ৩০০টি চার্জ চক্রের পর ৬০ শতাংশ ব্যাটারির ক্ষমতা বজায় রাখার আন্তর্জাতিক মানকে অতিক্রম করেছে। অর্থাৎ কেনার চার বছরের পরেও প্রায় নতুনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যবহারকারীরা।

জানিয়ে রাখি, Reno 8 Pro-তে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে পাঁচ-স্তরীয় চার্জিং সুরক্ষা বর্তমান, যার মধ্যে অ্যাডাপ্টার ওভারলোড সুরক্ষা, দ্রুত চার্জিং অবস্থা সনাক্তকরণ সুরক্ষা, ইন্টারফেস ওভারলোড সুরক্ষা, ব্যাটারি কারেন্ট/ভোল্টেজ ওভারলোড সুরক্ষা এবং ব্যাটারি ফিউজ সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, Oppo Reno 8 Pro ভারতের বাজারে বর্তমানে ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি গ্লাসড গ্রিন এবং গ্লেজড ব্ল্যাক-এই দুটি কালার অপশনে উপলব্ধ। স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, Reno 8 Pro-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স চিপসেট, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৬ প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Show Full Article
Next Story