Oppo -র দিওয়ালি ধামাকা, আসছে Reno 8 Pro House of Dragon Limited Edition

Oppo ভারতে Reno 8 Pro 5G স্মার্টফোনের একটি লিমিটেড এডিশন টিজ করলো। আলোচ্য মডেলটি চলতি বছরের জুলাই মাসে এদেশে প্রথম...
SUPARNA 19 Oct 2022 1:19 PM IST

Oppo ভারতে Reno 8 Pro 5G স্মার্টফোনের একটি লিমিটেড এডিশন টিজ করলো। আলোচ্য মডেলটি চলতি বছরের জুলাই মাসে এদেশে প্রথম আত্মপ্রকাশ করেছিল। তবে এখন, চীনা সংস্থাটি আমেরিকান পে টেলিভিশন নেটওয়ার্ক HBO -এর ফ্যান্টাসি ড্রামা সিরিজ 'House of Dragon'-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে Reno 8 সিরিজের এই ডিভাইসটির একটি বিশেষ সংস্করণ লঞ্চ করতে চলেছে। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, জনপ্রিয় HBO সিরিজটি ‘Game of Thrones’ -এর প্রিক্যুয়েল।

Oppo Reno 8 Pro House of Dragon Limited Edition পাওয়া যাবে Flipkart থেকে

ওপ্পো রেনো ৮ প্রো হাউজ অফ ড্রাগন লিমিটেড এডিশন স্মার্টফোনকে লঞ্চ-পরবর্তী সময়ে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। যদিও ওপ্পো নিশ্চিতভাবে কোনো লঞ্চের তারিখ এখনো প্রকাশ করেনি। একই ভাবে, এই লিমিটেড এডিশন হ্যান্ডসেটটির ফিচার বিশদও গোপন রাখা হয়েছে। তবে ফ্লিপকার্ট সম্প্রতি আসন্ন ডিভাইসের জন্য একটি টিজার পেজ লাইভ করেছিল। যার দরুন, ফোনটির বাহ্যিক 'লুক' এবং 'থিম' স্পষ্ট ভাবে চাক্ষুস করতে পেরেছি আমরা।

ফ্লিপকার্ট দ্বারা পোস্ট করা টিজার অনুসারে, আসন্ন Oppo Reno 8 Pro House of Dragon Limited Edition একটি কালো রঙের কাস্টমাইজড বক্সের সাথে আসবে। আবার এই রিটেল বক্সের ঠিক পাশেই আমরা সোনালী রঙের একটি ড্রাগন এগ বা ডিম এবং একটি হাউস টারগারিয়েন সিম্বল ব্যাজ দেখতে পেয়েছি, যা স্পেশাল এডিশনটির 'থিম' স্পষ্ট করেছে। এক্ষেত্রে, ফোনটির সাথে রিটেল বক্সে অতিরিক্ত কিছু গুডি -ও থাকবে বলে মনে হচ্ছে। তবে সেগুলি কি হতে পারে তা আপাতত অস্পষ্ট। যাইহোক, ব্যাহিক লুকের ক্ষেত্রে উক্ত স্মার্টফোনটি লেদার টেক্সচার যুক্ত ব্ল্যাক ব্যাক প্যানেল কভারের সাথে লঞ্চ হবে। এই ব্যাক কভারের উপরিভাগে বাম দিকে একটি বিশাল আকৃতির ক্যামেরা ইউনিট এবং মধ্যিখানে একটি হাউস টারগারিয়েন ব্যাজ অবস্থিত।

ওপ্পো রেনো ৮ প্রো ৫জি ফোনের এই লিমিটেড সংস্করণের ফিচার সমূহকে আপাততভাবে অন্তরালে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তবে আমাদের অনুমান, আলোচ্য 'স্পেশাল' এডিশনটি হয়তো রেগুলার ভ্যারিয়েন্টের মতো অনুরূপ স্পেসিফিকেশন সহ আসবে। এক্ষেত্রে জুলাই মাসে লঞ্চ হওয়া মডেলটি - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে প্যানেল, ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। এছাড়া এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (৫০+৮+২ মেগাপিক্সেল) এবং ৮০ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত একটি ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Show Full Article
Next Story