Oppo Reno 8 Pro, Reno 8 দুর্দান্ত ক্যামেরা ও আকর্ষণীয় দামে ভারতে লঞ্চ হল, রয়েছে Mediatek Dimensity প্রসেসর
আজ (১৮ জুলাই) প্রত্যাশামতোই Oppo তাদের Reno 8 সিরিজের অধীনে ভারতীয় বাজারে Oppo Reno 8 Pro এবং Reno 8 মডেল দুটি লঞ্চ...আজ (১৮ জুলাই) প্রত্যাশামতোই Oppo তাদের Reno 8 সিরিজের অধীনে ভারতীয় বাজারে Oppo Reno 8 Pro এবং Reno 8 মডেল দুটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলি Oppo Pad Air ট্যাবলেট এবং Oppo Enco X2 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোনের পাশাপাশি এদেশে আত্মপ্রকাশ করেছে৷ Oppo Reno 8 Pro এবং Reno 8 ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ফুল-এইচডি+ ডিসপ্লে এবং MediaTek Dimensity প্রসেসরের সাথে এসেছে। উল্লেখযোগ্যভাবে, Oppo Reno Pro ফোনটি হল Oppo Reno Pro+-এর রিব্র্যান্ডেড সংস্করণ, যা গত মে মাসে চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। চলুন সদ্য ভারতে লঞ্চ হওয়া Oppo Reno 8 সিরিজের হ্যান্ডসেটগুলির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে ওপ্পো রেনো ৮ প্রো ও রেনো ৮-এর মূল্য ও লভ্যতা (Oppo Reno 8 Pro, Reno 8 Price in India)
ভারতে ওপ্পো রেনো ৮ প্রো-এর (১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) দাম শুরু হচ্ছে ৪৫,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটি গ্লেজড ব্ল্যাক এবং গ্লাসড গ্রিন- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। কোম্পানি রেনো ৮ সিরিজের ফোনের সাথে আইসিসিআই (ICICI) ব্যাঙ্ক, এসবিআই (SBI), কোটাক (Kotak) ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা-এর ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক (৪,০০০ টাকা পর্যন্ত) অফার করছে। এছাড়া ওপ্পো জানিয়েছে, আগ্রহী গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই কার্ড, কোটাক ব্যাঙ্কের মাধ্যমে নন-ইএমআই লেনদেনে ১,৫০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। অন্যদিকে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ওপ্পো রেনো ৮ বেস মডেলের দাম ২৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
কোম্পানি নিশ্চিত করেছে, ওপ্পো রেনো ৮ এবং রেনো ৮ প্রো স্মার্টফোন দুটিই যথাক্রমে ২৫ জুলাই এবং ১৯ জুলাই থেকে ফ্লিপকার্ট, ওপ্পো স্টোর এবং মেইনলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।
ওপ্পো রেনো ৮ প্রো-এর স্পেসিফিকেশন (Oppo Reno 8 Pro Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) ওপ্পো রেনো ৮ প্রো ফোনে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪১২ পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। ডিসপ্লেতে এইচডিআর১০+ সাপোর্ট, এসজিএস লো মোশন ব্লার, এসজিএস লো ব্লু লাইট, অ্যামাজন এইচডিআর সার্টিফিকেশন এবং নেটফ্লিক্স সার্টিফিকেশন রয়েছে। এই ওপ্পো স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। এতে দিনের বেলা এবং কম আলো উভয় অবস্থায় সামগ্রিকভাবে উন্নত ক্যামেরা পারফরম্যান্স প্রদানের জন্য মারি সিলিকন এক্স এনপিইউ-টি অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Oppo Reno 8 Pro-এর সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।
এছাড়াও, Oppo Reno 8 Pro ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছে একটি অ্যাক্সিলোমিটার, আলো, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর। নিরাপত্তার জন্য, এই ফোনে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo Reno 8 Pro মডেলটির পরিমাপ ১৬১x৭৪.২x৭.৩৪ মিলিমিটার এবং ওজন ১৮৩ গ্রাম।
ওপ্পো রেনো ৮-এর স্পেসিফিকেশন (Oppo Reno 8 Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) ওপ্পো রেনো ৮ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা সহ ৬.৪৩ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০পিক্সেল) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর অক্টা-কোর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।
ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Oppo Reno 8-এ এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার এবং ১১২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, হ্যান্ডসেটটির সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে।
এছাড়া, Oppo Reno 8 সিরিজের বেস মডেলের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এই হ্যান্ডসেটে একটি অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেন্সর উপস্থিত। বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য, Reno 8-এ একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8 ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে, হ্যান্ডসেটটির পরিমাপ ১৬০x৭৩.৪x৭.৬৭ মিলিমিটার এবং ওজন ১৭৯ গ্রাম।