Oppo Reno 8T 5G লঞ্চ হল 4G ও 5G ভার্সনে, 108MP ক্যামেরা, কার্ভড ডিসপ্লে, 67W চার্জিং সহ দুর্দান্ত সব ফিচার্স

বিগত কয়েক মাস ধরেই Oppo Reno 8T সিরিজটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছিল। ওপ্পো এবার অবশেষে Reno সিরিজের নতুন...
Ananya Sarkar 3 Feb 2023 12:06 PM IST

বিগত কয়েক মাস ধরেই Oppo Reno 8T সিরিজটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছিল। ওপ্পো এবার অবশেষে Reno সিরিজের নতুন স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। Reno 8T 5G মডেলটি Reno 8T 4G-এর পাশাপাশি ভিয়েতনামের বাজারে পা রেখেছে। ৫জি মডেলটি একটি কার্ভড ডিসপ্লে সহ প্রিমিয়াম ডিজাইন অফার করে, যেখানে ৪জি কানেক্টিভিটি যুক্ত ফোনটি বেসিক ডিজাইনেই আটকে রয়েছে। এছাড়াও, Reno 8T 5G ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি অফার করে। অন্যদিকে, Reno 8T 4G-তে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে নতুন লঞ্চ হওয়া Reno 8T সিরিজের মূল্য এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৮টি ৫জি-এর স্পেসিফিকেশন - Oppo Reno 8T 5G Specifications

রেনো ৮টি ৫জি-তে ফুলএইচডি+ (২,৪১২×১,০৮০) রেজোলিউশন সহ ৬.৫৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১.০৭ বিলিয়ন কালার এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/১৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। রেনো ৮টি ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8T 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা ইউনিটের মধ্যে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8T 5G-তে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করে। সবশেষে, হ্যান্ডসেটটি ৭.৭ মিলিমিটার পুরু এবং এর ওজন প্রায় ১৭১ গ্রাম।

ওপ্পো রেনো ৮টি ৪জি-এর স্পেসিফিকেশন - Oppo Reno 8T 4G Specifications

ওপ্পো রেনো ৮টি ৪জি একটি আরও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন যা "ভ্যালু-ফর-মানি" স্পেসিফিকেশন অফার করে। এতে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। সুরক্ষার জন্য, প্যানেলটির ওপর কর্নিং গরিলা গ্লাস ৫-এর একটি স্তর রয়েছে। এই এলটিই সংস্করণটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। ৮টি ৪জি-তে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) অপারেটিং সিস্টেমে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Oppo Reno 8T 4G-তে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ইউনিট দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর অবস্থান করছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8T 4G মডেলটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা সুপারভোক চার্জিং সাপোর্ট করে।

ওপ্পো রেনো ৮টি ৫জি এবং রেনো ৮টি ৪জি-এর মূল্য ও লভ্যতা - Oppo Reno 8T 5G এবং Reno 8T 4G Price and Availability

ভিয়েতনামে ওপ্পো রেনো ৮টি ৫জি-এর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৯৯ লক্ষ ভিয়েতনামী ডং (প্রায় ৩৪,৭০০ টাকা)। এই হ্যান্ডসেটটি স্টারলাইট ব্ল্যাক এবং ডন গোল্ড কালারে পাওয়া যাবে। অন্যদিকে, রেনো ৮টি ৪জি-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৪ লক্ষ ৯০ হাজার ভিয়েতনামী ডং (প্রায় ২৯,৮০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এটি স্টারলাইট ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ- এই দুই কালার অপশনে বেছে নেওয়া যাবে। ফোনটি আজই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

Show Full Article
Next Story