Oppo Reno 8T: 100 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে নতুন ফোন, দাম ও লঞ্চের তারিখ ফাঁস

স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন ফোন Oppo Reno 8T 5G ভারতের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি ফোনটি ভারতে...
Julai Modal 30 Jan 2023 2:28 PM IST

স্মার্টফোন ব্র্যান্ড Oppo তাদের নতুন ফোন Oppo Reno 8T 5G ভারতের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৩ ফেব্রুয়ারি ফোনটি ভারতে আত্মপ্রকাশ করবে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লঞ্চের তারিখ নিশ্চিত করেছে সংস্থাটি। পাশাপাশি এর দামও জানা গেছে। নতুন স্মার্টফোনটি Oppo Reno 8 সিরিজের তৃতীয় মডেল হিসেবে আসছে, উল্লেখ্য, ইতিমধ্যেই এই সিরিজের অধীনে Oppo Reno 8 ও Oppo Reno 8 Pro বাজারে এসেছে।

Oppo Reno 8T 5G এর সম্ভাব্য দাম

যদিও এখনও পর্যন্ত ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনটির দাম সংস্থার তরফে জানানো হয়নি। তবে টিপস্টারের তরফে দাবি করা হয়েছে যে, ফোনটির দাম ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। এই মূল্য হবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

https://twitter.com/OPPOIndia/status/1619570210150973440

Oppo Reno 8T 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার প্রাইমারি লেন্স ১০০ মেগাপিক্সেল। অন্য দুটি লেন্স হবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। আবার এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। পারফরম্যান্সের জন্য ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ফোনটিতে থাকবে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হাটর্জ। আর সিকিউরিটির জন্য দেওয়া হবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo Reno 8T 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে সুপারভুক ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০ এমএএইচ ব্যাটারি। ফোনটি আইপিএক্স৫৪ রেটিং সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story