Oppo Reno 8T লঞ্চের তারিখ প্রকাশ্যে, থাকবে 100MP ক্যামেরা, বাকি ফিচার্স কেমন দেখে নিন
ওপ্পো শীঘ্রই গ্লোবাল মার্কেটে তাদের Oppo Reno 8T সিরিজটি উন্মোচন করতে চলেছে। কোম্পানি আগামী ফেব্রুয়ারিতে ফিলিপাইনে ৪জি...ওপ্পো শীঘ্রই গ্লোবাল মার্কেটে তাদের Oppo Reno 8T সিরিজটি উন্মোচন করতে চলেছে। কোম্পানি আগামী ফেব্রুয়ারিতে ফিলিপাইনে ৪জি ও ৫জি ভ্যারিয়েন্ট সম্বলিত এই লাইনআপটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করেছে। আবার, আগামী ৮ ফেব্রুয়ারি Reno 8T 4G ভারতে লঞ্চ হতে চলেছে। এছাড়াও, এদেশে Reno 8T 5G মডেলটির লঞ্চ নিয়েও জল্পনা চলছে। তবে, এখন কোম্পানির তরফে একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ৫জি সংস্করণটির সম্পর্কে কোনও আভাস পাওয়া যায়নি। যদিও, ভিডিওটি নিশ্চিত করেছে যে, Reno 8T 4G দুটি কালার অপশনে লঞ্চ হবে। ফোনটিকে "পোর্ট্রেট এক্সপার্ট" বলে আখ্যা দিয়ে এর পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপটিও প্রদর্শন করা হয়েছে। সদ্য প্রকাশিত টিজার ভিডিওর মাধ্যমে লঞ্চের আগে Oppo Reno 8T 4G সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Oppo Reno 8T 4G-এর টিজার ভিডিও
ওপ্পো রেনো ৮টি ৪জি ফিলিপাইনে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে লঞ্চ হবে। ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে বলে আশা করা হচ্ছে। ওপ্পো এখনও ভারতে রেনো ৮টি-এর লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে, ওপ্পো এই ফোনটির জন্য একটি টিজার ভিডিওটি শেয়ার করেছে, যা নিশ্চিত করে যে এই ডিভাইসের পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে দুটি বৃত্তাকার কাটআউট অবস্থান করবে। ওপরের কাটআউটে একটি ক্যামেরা সেন্সর দেখা যাবে এবং এটি অরবিট রিং লাইটের মতো দেখতে। অন্য দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ দ্বিতীয় বৃত্তাকার কাটআউটের ভিতরে স্থাপন করা হবে।
এছাড়াও, ওপ্পো রেনো ৮টি ৪জি-এর রিয়ার প্যানেলটি দুটি কালার ও ফিনিশের সাথে আসবে। অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে একটি ফেক লেদার ব্যাক রয়েছে, যেখানে ব্ল্যাক কালার সংস্করণটির রিয়ার প্যানেলটি প্লাস্টিক দ্বারা নির্মিত হবে। ফোনটিতে একটি কার্ভড ফ্রেম এবং ব্যাক থাকবে।
জানিয়ে রাখি, Reno 8T 4G-এর মূল স্পেসিফিকেশনগুলিও ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যার সাথে ৮ জিবি র্যাম যুক্ত থাকবে। ওপ্পো ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এই হ্যান্ডসেটটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ফোনটি ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আর Reno 8T 4G-এর সামনে ৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। পুরু চিবুক বাদে ডিসপ্লের বাকি বেজেলগুলি মোটামুটি সরু।
ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে। এটির সাথে দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত থাকবে বলেও জানা গেছে। তবে এতে কোনও আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে না। তার পরিবর্তে, Reno 8T 4G একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সাথে আসতে পারে৷
পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 8T 4G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন, কালারওএস ১৩.১ (ColorOS 13.1)-এর একটি স্তর থাকবে।