ভারতে আসছে Oppo-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, কবে লঞ্চ হবে দেখে নিন
ওপ্পো (Oppo) গত মাসে চীনে Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro Plus 5G লঞ্চ করেছে। ভারতের বাজারেও এগুলি আসবে বলে আশা করা...ওপ্পো (Oppo) গত মাসে চীনে Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro Plus 5G লঞ্চ করেছে। ভারতের বাজারেও এগুলি আসবে বলে আশা করা হচ্ছে। যদিও লঞ্চের নির্দিষ্ট তারিখটি এখনও জানা যায়নি। তবে, ওপ্পো শীঘ্রই এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। আর এখন আবার, একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Reno 9 সিরিজটি বর্তমানে ভারতে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি, এদেশের জন্য Find N2 Flip ফোল্ডেবল ফোনটির ওপরও টেস্টিং শুরু হয়েছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Oppo Reno 9, Reno 9 Pro, Find N2 Flip স্মার্টফোনগুলি ভারতে পরীক্ষা করা শুরু হয়েছে
প্রাইসবাবা জানিয়েছে যে, গত মাসে চীনা বাজারে পা রাখা ওপ্পো রেনো ৯ সিরিজের স্মার্টফোনগুলি ভারতে পরীক্ষার পর্যায়ে প্রবেশ করেছে। পাশাপাশি, চলতি মাসের শুরুতে চীনে লঞ্চ হওয়া ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোল্ডেবল ডিভাইসটির ওপরও ভারতে পরীক্ষা চলছে। আরও উল্লেখ করা হয়েছে যে, ওপ্পো রেনো ৯, ৯ প্রো এবং ফাইন্ড এন২ ফ্লিপ ভারতে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে।
প্রসঙ্গত, রেনো ৯ সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা সংস্করণের মতো একই হার্ডওয়্যার থাকবে কিনা তা বর্তমানে জানা যায়নি। তবে, যেহেতু ভারতে আত্মপ্রকাশ করা রেনো ৮ প্রো মডেলটি রেনো ৮ প্রো প্লাসের চীনা সংস্করণের বদল করা সংস্করণ ছিল। তাই, উত্তরসূরি মডেলগুলির ক্ষেত্রেও অনুরূপ কিছু হবে বলেই আশা করা যায়। তবে, এ সম্পর্কে ব্র্যান্ডের তরফে অবশ্য এখনও কিছু নিশ্চিতভাবে জানানো হয়নি। তাই আসুন ওপ্পো রেনো ৯ সিরিজ এবং ফাইন্ড এন২ ফ্লিপ-এর স্পেসিফিকেশন, ফিচারগুলি দেখে নেওয়া যাক।
Oppo Reno 9 সিরিজ এবং Find N2 Flip-এর স্পেসিফিকেশন
Oppo Reno 9 সিরিজটি আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর একই সাথে, কোম্পানি Find N2 Flip হ্যান্ডসেটটিও বাজারে লঞ্চ করতে পারে। উচ্চতর Reno 9 Pro 5G হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স চিপসেট এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ এসেছে। এই ফোনের ডিসপ্লেটি কার্ভড এবং এর ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যায়। আবার, স্ট্যান্ডার্ড Reno 9 5G মডেলটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত। তবে, এর ডিসপ্লে এবং ব্যাটারি ক্ষমতা Reno 9 Pro 5G-এর মতোই।
Reno 9 Pro-এর রিয়ার প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। আর Reno 9-এ ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর বর্তমান। দুটি ফোনেই একটি ৩১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করছে।
যদি, সিরিজের টপ-এন্ড Reno 9 Pro+ 5G মডেলটি একই বা অন্য নামে ভারতে লঞ্চ হয়, তাহলে এতে সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি মিলবে। ফোনটিতে রেগুলার এবং প্রো মতো একই ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, 9 Pro+ 5G-তে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রধান ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনে সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
অন্যদিকে, Find N2 Flip ফোল্ডেবল ফোনটিতে ৬.৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অফার করে। আর Find N2 Flip-এর বাইরের দিকে, একটি ৩.২৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কভার ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০প্লাস ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য, এই ফোল্ডেবল হ্যান্ডসেটটির ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N2 Flip ৪,৩০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উল্লিখিত সবকটি ওপ্পো স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে।