আপনার কোনটা পছন্দ? Oppo Reno 9 সিরিজ আসছে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক প্রসেসরের সাথে
ওপ্পো (Oppo) আগামী সপ্তাহেই আপকামিং Reno 9 সিরিজে অন্তর্ভুক্ত হান্ডসেটগুলি বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন...ওপ্পো (Oppo) আগামী সপ্তাহেই আপকামিং Reno 9 সিরিজে অন্তর্ভুক্ত হান্ডসেটগুলি বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন আসন্ন লঞ্চের আগেই এক জনপ্রিয় টিপস্টার আসন্ন স্মার্টফোনগুলির কিছু মূল বিবরণ অনলাইনে ফাঁস করেছেন। তিনি মূলত এই লাইনআপের ব্যাটারির ক্ষমতা ও চার্জিং স্ট্যান্ডার্ড প্রকাশ করেছেন। তবে, এর পাশাপাশি টিপস্টার Oppo Reno 9 সিরিজে ব্যবহৃত চিপসেট এবং এর একটি কালার অপশন সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন। চলুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Oppo Reno 9 সিরিজের ব্যাটারি ব্যাকআপ ও চিপসেট সংক্রান্ত তথ্য
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, নতুন ওপ্পো রেনো ৯ সিরিজের ডিভাইসগুলিতে ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এই নয়া হ্যান্ডসেটগুলিতে ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্পেসিফিকেশন (UFCS)-ও সাপোর্ট করবে বলেও জানিয়েছেন টিপস্টার। রেনো ৯ লাইনআপের ফোনগুলি এই ফিচার যুক্ত হ্যান্ডসেটগুলির মধ্যে অন্যতম হবে।
জানিয়ে রাখি, ইউএফসিএস হল একটি নতুন ইন্টিগ্রেটেড ফাস্ট চার্জিং প্রোটোকল, যা চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি, স্মার্টফোন ব্র্যান্ড এবং চিপসেট নির্মাতাদের দ্বারা ডিজাইন করা হয়েছে। সুপারভোক (SuperVOOC) এবং সুপারচার্জ (SuperCharge)-এর মতো কোম্পানির মালিকানাধীন চার্জিং সলিউশনগুলি ছাড়াও অংশগ্রহণকারী সংস্থার ফোনগুলি এই নতুন চার্জিং স্ট্যান্ডার্ডটি সাপোর্ট করবে৷
এছাড়াও টিপস্টার বলছেন যে, Oppo Reno 9 লাইনআপটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭-সিরিজ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের চিপসেট দ্বারা চালিত হবে। সবশেষে ডিজিট্যাল চ্যাট স্টেশন জানান, হ্যান্ডসেটগুলি 'এভরিথিং রেড' (Everything Red) নামে একটি নতুন লাল রঙের সংস্করণে পাওয়া যাবে।
তবে, উল্লেখিত বিবরণগুলি ছাড়া Oppo Reno 9 সিরিজ সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। যেহেতু, Oppo Reno 7 সিরিজটি গতবছর নভেম্বর মাসের শেষের দিকে চীনের মার্কেটে আত্মপ্রকাশ করেছে, তাই আশা করা হচ্ছে Reno 9 সিরিজটিও প্রায় একই সময়ে দেশীয় বাজারে লঞ্চ হবে। আর, খুব শীঘ্রই বিভিন্ন লিক এবং সার্টিফিকেশনের মাধ্যমে এই আসন্ন হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা যায়।