Oppo Reno 9 সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা, জানুন সমস্ত খুঁটিনাটি

প্রখ্যাত টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) চীনের বাজারে Oppo Reno 9 সিরিজটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। যদিও লঞ্চের আগে, আসন্ন Reno 9 সিরিজটির সম্পর্কে…

প্রখ্যাত টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) চীনের বাজারে Oppo Reno 9 সিরিজটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। যদিও লঞ্চের আগে, আসন্ন Reno 9 সিরিজটির সম্পর্কে একাধিক তথ্য গত কয়েক সপ্তাহ ধরেই অনলাইনে ফাঁস হচ্ছে। তবে, ওপ্পো এবার অবশেষে Oppo Reno 9 সিরিজের লঞ্চের তারিখটি প্রকাশ করেছে। আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, Oppo Reno 9 সিরিজের স্মার্টফোনগুলি আগামী ২৪ নভেম্বর ওপ্পো হোম মার্কেটে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, ওপ্পোর আপকামিং সিরিজে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল Oppo Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+। সম্প্রতি, এই লাইনআপের স্মার্টফোনগুলির রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে Reno 9 সিরিজের হ্যান্ডসেটে কার্ভড স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। তাহলে চলুন এখনও পর্যন্ত Oppo Reno 9 সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, তা দেখে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৯-এর স্পেসিফিকেশন – Oppo Reno 9 Expected Specifications

ওপ্পো রেনো ৯-এ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ উপস্থিত রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এটির সাথে একটি সমন্বিত ৫জি মডেম এবং অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ থাকবে।

ফটোগ্রাফির জন্য, আসন্ন ওপ্পো রেনো ৯-এ একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেনো ৯ ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ওপ্পো রেনো ৯ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Oppo Reno 9 Pro Expected Specifications

Oppo Reno 9 Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরি Oppo Reno 8 Pro-তেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল। স্মার্টফোনটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro-তে ওপ্পোর ইন-হাউস মারি সিলিকন প্রযুক্তি সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করবে।

ওপ্পো রেনো ৯ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Oppo Reno 9 Pro+ Expected Specifications

Oppo Reno 9 Pro+ মডেলটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে, যা প্রকাশ করেছে যে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro+-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর সাথে যুক্ত থাকবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আসন্ন রেনো সিরিজের ডিভাইসটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন