Oppo Reno 9A অসাধারণ ক্যামেরা ও বড় ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে ৮ জিবি র‌্যাম

Oppo তাদের Reno 9-সিরিজের অধীনে একটি নয়া স্মার্টফোন জাপানে লঞ্চ করলো। Oppo Reno 9A নামের ডিভাইসটি মিড-রেঞ্জের অধীনে এসেছে। ফিচারের কথা বললে, সদ্য আত্মপ্রকাশ করা…

Oppo তাদের Reno 9-সিরিজের অধীনে একটি নয়া স্মার্টফোন জাপানে লঞ্চ করলো। Oppo Reno 9A নামের ডিভাইসটি মিড-রেঞ্জের অধীনে এসেছে। ফিচারের কথা বললে, সদ্য আত্মপ্রকাশ করা এই মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এই ডিভাইসে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজও পাওয়া যাবে। চলুন Oppo Reno 9A স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৯এ -এর স্পেসিফিকেশন – Oppo Reno 9A Specifications

ওপ্পো রেনো ৯এ স্মার্টফোনে ৬.৭৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লে – ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৪০৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৮৯.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সমর্থন করে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর সহ অ্যাড্রেন ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 মেমরি মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।

ছবি তোলার জন্য Oppo Reno 9A ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে হ্যান্ডসেটটির সামনের দিকে এফ/২.৪ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। উভয় রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা ৩০fps রেটে ১০৮০পিক্সেল রেজোলিউশনের ভিডিও রেকর্ডিংয়ে সমর্থ।

তদুপরি কানেক্টিভিটি অপশন হিসেবে এতে ডুয়েল-সিম স্লট (ন্যানোসিম + ইসিম), ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.১, ৩.৫ মিমি অডিও জ্যাক, জিপিইউ, BeiDou, GLONASS, GALILEO, QZSS এবং ইউএসবি টাইপ-সি পোর্ট উপস্থিত। আবার সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ। এই হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি IPX8 রেটিং প্রাপ্ত। পরিশেষে Oppo Reno 9A স্মার্টফোনের পরিমাপ ১৬০×৭৪×৭.৮ মিমি এবং ওজন ১৮৩ গ্রাম।

ওপ্পো রেনো ৯এ -এর দাম (Oppo Reno 9A Price)

জাপানে Oppo Reno 9A স্মার্টফোনের দাম ৪০,৬৫৬ ইয়েন (ভারতীয় মূল্যে প্রায় ২৪,০০০ টাকা) রাখা হয়েছে। এটি – নাইট ব্ল্যাক এবং মুন হোয়াইট কালার অপশনে এসেছে। জানিয়ে রাখি, ডিভাইসটি এই মুহূর্তে জাপানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২২শে জুন থেকে এর ওপেন সেল শুরু হবে। যদিও আলোচ্য ফোনটি বিশ্ব বাজারে কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।