Oppo Reno 9 সিরিজ পরশুদিন আত্মপ্রকাশ করছে, কেমন ফিচার থাকবে
ওপ্পো (Oppo) আগামী ২৪ নভেম্বর Reno 9 সিরিজ চীনে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে তিনটি...ওপ্পো (Oppo) আগামী ২৪ নভেম্বর Reno 9 সিরিজ চীনে লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন বাজারে পা রাখবে বলে জানা গেছে, এগুলি হল Opoo Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+ 5G। তার মধ্যে অফিসিয়াল লঞ্চের আগেই এখন এই সিরিজের টপ-এন্ড মডেল, Reno 9 Pro+ 5G-কে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। চলুন এই সার্টিফিকেশনটি থেকে আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Oppo Reno 9 Pro+ 5G-কে দেখা গেল Bluetooth SIG-এর সাইটে
PGW110 মডেল নম্বর সহ একটি নয়া ওপ্পো স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি ওপ্পো রেনো ৯ প্রো প্লাস ৫জি-এর সাথে যুক্ত। কেননা সম্প্রতি এই একই মডেল নম্বর সহ ওপ্পো ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। ডিভাইসটির গিকবেঞ্চ তালিকাটি নিশ্চিত করেছে যে, এটি ১৬ জিবি র্যামের সাথে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন তালিকাটি শুধুমাত্র নিশ্চিত করেছে যে, ফোনটি তার ওয়্যারলেস সংযোগের জন্য ব্লুটুথ ভি৫.২-এর ওপর নির্ভর করবে। তবে এটি ছাড়া, তালিকাটি আসন্ন ডিভাইস সম্পর্কিত আর কোনও তথ্য নিশ্চিত করেনি।
প্রসঙ্গত, ওপ্পো রেনো ৯ সিরিজের সবচেয়ে দামী মডেল রেনো ৯ প্রো প্লাস ৫জি সম্পর্কিত প্রায় সবকিছুই ইতিমধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ ফাস্ট রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে একটি কার্ভড প্যানেলে ব্যবহার করা হবে। এছাড়াও, ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন নোডের ওপর ভিত্তি করে নির্মিত। এটিতে ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro+ 5G মডেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে, পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 9 Pro+ 5G ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট-ওয়ার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।