Oppo ফোন কে বদলে ফেলুন OnePlus ডিভাইসে, পরিবর্তন করুন এই সেটিংস

চীনের BBK Electronics কোম্পানির OnePlus এবং Oppo ব্র্যান্ড দুটি ২০২১ সালে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি তৎকালীন সময়ে OnePlus জানিয়েছিল যে, ভারতে তাদের আনীত ডিভাইসে…

চীনের BBK Electronics কোম্পানির OnePlus এবং Oppo ব্র্যান্ড দুটি ২০২১ সালে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি তৎকালীন সময়ে OnePlus জানিয়েছিল যে, ভারতে তাদের আনীত ডিভাইসে থাকা OxygenOS স্কিনের কোডবেস Oppo -র ColorOS কাস্টম রমের উপর ভিত্তি করে তৈরী করা হবে। যেকারণে OxygenOS 13 -কে ColorOS 13 ইউজার ইন্টারফেসের রিডিজাইন সংস্করণ বলা হচ্ছে। প্রসঙ্গত, একত্রিত হওয়ার পর থেকে OnePlus এবং Oppo এর ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (RnD) টিম যৌথভাবে কাজে ব্যস্ত। যার দরুন উভয় ব্র্যান্ডের ডিভাইসে থাকা হার্ডওয়্যার অনেকটাই এক রকম। এক্ষেত্রে আপনার যদি একটি Oppo স্মার্টফোনের মালিক হয়ে থাকেন, কিন্তু তাতে OnePlus ব্র্যান্ডিংয়ের হ্যান্ডসেটের মতো ইউজার ইন্টারফেস ব্যবহারের অভিজ্ঞতা অনুভব করতে চান তবে কয়েকটি সেটিংস পরিবর্তন করে সহজেই এমনটা করতে পারবেন। কোন সেটিংস পরিবর্তন করে Oppo ফোনে OnePlus -এর ন্যায় আইকন, ওয়ালপেপার এবং ফন্ট ব্যবহার করা সম্ভব, আসুন জেনে নেওয়া যাক।

Google Play Store থেকে OnePlus ওয়ালপেপার ডাউনলোড করুন এইভাবে –

ওয়ানপ্লাস স্মার্টফোনের জন্য ডেডিকেটেড সমস্ত অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার হ্যাম্পাস ওলসন (Hampus Olsson) নামে এক চিত্র শিল্পী অঙ্কন করেছেন। এক্ষেত্রে জানিয়ে রাখি এই শিল্পী তার শিল্পকর্মের নমুনা ডাউনলোড করার জন্য একটি অ্যাপও তৈরি করেছেন, যা গুগল প্লে স্টোরে উপলব্ধ। আপনি নিজের ওপ্পো হ্যান্ডসেটে ওয়ানপ্লাসের অনুরূপ ওয়ালপেপার সেট করার জন্য উক্ত অ্যাপ ডাউনলোডিং সাইটে গিয়ে ‘Abstruct’ নামের এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এখানে আপনি ৪কে (4K) রেজোলিউশনের ২৬টি ওয়ানপ্লাস ডিভাইসের ওয়ালপেপার পেয়ে যাবেন।

এইভাবে Oppo ফোনে পান OnePlus -এর মতো আইকন

কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিন চালিত ওপ্পো ফোনের আইকনগুলিকে ওয়ানপ্লাস ডিভাইসের আইকনে পরিবর্তন করতে, আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এবার ‘OnePlus Icons’ অ্যাপটি ডাউনলোড এবং অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনি প্লে স্টোরে গিয়ে ‘OxyenOS 12 round- icon pack’ অ্যাপটিও ডাউনলোড করতে পারেন। এই অ্যাপ ডাউনলোড করার পর, কিছুক্ষন হোম স্ক্রিনে ট্যাপ করে রাখতে হবে এবং পরবর্তীতে আইকন নির্বাচন বিকল্প দেখা হবে। এবার নতুন আইকন প্যাক নির্বাচন করার পর, স্লাইডারকে ‘Max’ লেভেলে সেট করতে হবে। এমনটা করলেই ওপ্পো মোবাইলে ওয়ানপ্লাসের মতো আইকন চলে আসবে৷

এইভাবে Oppo ডিভাইসে OnePlus ফন্ট প্রয়োগ করুন –

এবার ওপ্পো স্মার্টফোনে ওয়ানপ্লাসের মতো ফন্ট কীভাবে সেট করা যাবে সেই প্রসঙ্গে আলোচনা করা যাক। কালারওএস ১৩ (ColorOS 13) স্কিনের লেটেস্ট সংস্করণে, এই ফন্টগুলি বাই-ডিফল্ট দেওয়া থাকে। ফ্রন্ট পরিবর্তনের জন্য সেটিংস থেকে ‘Display and Brightnet অপশনে গিয়ে ‘Font’ বিকল্পে ট্যাপ করতে হবে। এরপর ‘One Sans’ ফন্ট বেছে নিন এবং ‘Apply’ অপশনে ট্যাপ করুন। পরিশেষে আপনার ওপ্পো ফোন রিস্টার্ট করুন।

লক-স্ক্রিনের ক্লক স্টাইল পরিবর্তন করুন এইভাবে –

• আপনি যদি নিজের ওপ্পো ফোনের লক-স্ক্রিনের ক্লক স্টাইল ওয়ানপ্লাসের মতো করতে প্রথমেই সেটিংসে চলে যান।
• এবার ‘Home screen and lock-screen’ অপশনে চলে যান এবং ‘Clock style’ -এ ট্যাপ করুন।
• এরপর ‘Horizontal Clock’ বিকল্প চয়ন করুন।
• পরবর্তীতে এডিশনাল সেটিংসে গিয়ে ‘System navigation’ থেকে ‘Hyde Chester Guys bar’ সুইচটি ডিসাবল করে দিন।

এমনটা করলেই আপনি ওয়ানপ্লাস ডিভাইসের মতো নেভিগেশন পিল পেয়ে যাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন