অর্ধেক দামে Oppo, Xiaomi Mi, Vivo ও Samsung স্মার্টফোন, দেখে নিন সেরা ডিল

স্মার্টফোনের বাজারে Samsung, Xiaomi, Vivo, Oppo এর মতো বড় ব্র্যান্ডগুলি ক্রমাগত বিভিন্ন ফোন লঞ্চ করে চলেছে। কিন্তু এই...
techgup 25 Sept 2023 12:41 PM IST

স্মার্টফোনের বাজারে Samsung, Xiaomi, Vivo, Oppo এর মতো বড় ব্র্যান্ডগুলি ক্রমাগত বিভিন্ন ফোন লঞ্চ করে চলেছে। কিন্তু এই সমস্ত নামী ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন গুলির দাম সাধারণত অনেকটাই বেশি হয়ে থাকে। তাই অনেকে চাইলেও সেগুলি কিনতে পারেন না। তবে আপনি যদি কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তাহলে একটি ভিন্ন রাস্তা রয়েছে। আসলে Amazon India অতি সস্তায় একাধিক রিফারবিশড স্মার্টফোন বিক্রি করছে।

এই রিফারবিশড কথাটির সহজ অর্থ হলো সেকেন্ড হ্যান্ড ফোন। ত্রুটিযুক্ত স্মার্টফোনগুলি ব্যবহারকারীর কাছ থেকে নিয়ে Amazon সংশোধন করে এবং সেই অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। অ্যামাজনে এই ফোনগুলি ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক এবং নো কস্ট ইএমআই-এর মত সুবিধাগুলির সাথে পাওয়া যাচ্ছে।

Oppo F21 Pro 5G

৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের Oppo F21 Pro 5G রিফারবিশড স্মার্টফোনটির দাম ১৯,২৯০ টাকা। আবার ওপ্পোর এই ফোনে ক্যাশব্যাক, নো কস্ট ইএমআই এবং ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।পাশাপাশি, সেলারের তরফ থেকে এই ফোনে ১ বছরের ওয়ারেন্টি এবং ৭ দিনের সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট অফারও দেওয়া হচ্ছে। Oppo F21 Pro 5G স্মার্টফোনটি কসমিক ব্লু এবং রেনবো স্পেকট্রাম কালার অপশনে কেনা যাবে।

এই ডিভাইসে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লে। আর এই হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

Mi 11X 5G

৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের Mi 11X 5G রিফারবিশড মডেলটি এখন ১৮,৪৫৯ টাকায় কেনা যাবে। এছাড়াও এর সাথে নো কস্ট ইএমআই, ব্যাঙ্ক অফার এবং ক্যাশব্যাক অফার সহ পাওয়া যাবে ৬ মাসের ওয়ারেন্টি।

Mi-এর এই ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য আছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি প্রসেসর। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, এছাড়াও এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪৫২০ এমএএইচ-এর ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V21 5G

Vivo V21 5G স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে আপনি কিনতে পারবেন ২০,৪৯০ টাকায়। আর বাকি ফোনগুলির মতো এতেও পাওয়া যাবে নো কস্ট ইএমআই, ব্যাঙ্ক এবং ক্যাশব্যাক অফার। ভিভোর এই রিফারবিশড স্মার্টফোনে পাওয়া যাবে ১ বছরের ওয়ারেন্টি।

ভিভোর এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর। এছাড়াও ভিভোর এই ৫জি ফোনে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ভিডিও কলিং-এর জন্য এর সামনে আছে ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, ভিভোর এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্ক্রিনে চলে। আর এই হ্যান্ডসেটটি ডুয়েল সিম সাপোর্ট সহ লঞ্চ হয়েছে।

Samsung Galaxy S22 5G

এটি স্যামসাংয়ের একটি ফ্ল্যাগশিপ ফোন। আর এর রিফারবিশড ভ্যারিয়েন্টটি এখন অ্যামাজন থেকে আপনি কিনতে পারবেন ৪৯,২৯৯ টাকায়। পাশাপাশি, এর সাথে ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই এবং ক্যাশব্যাক অফারের সুযোগও পাওয়া যাবে।

Samsung-এর এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ উপস্থিত। আবার এই হ্যান্ডসেটে আছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর এবং ৩৭০০ এমএএইচ ব্যাটারি। আর ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ ও ১০ মেগাপিক্সেলের দুটি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story