Redmi 10 ফোনে বাম্পার ডিসকাউন্ট, ৬ হাজার টাকা কম দামে Realme C31 ও Infinix Note 12

ভারতীয় ইলেক্ট্রনিক্স বাজারে বাজেট রেঞ্জের স্মার্টফোনের চাহিদা সর্বাধিক। আর এই চাহিদার কারণেরই Redmi, Realme এবং Infinix...
SUPARNA 31 Dec 2022 2:21 PM IST

ভারতীয় ইলেক্ট্রনিক্স বাজারে বাজেট রেঞ্জের স্মার্টফোনের চাহিদা সর্বাধিক। আর এই চাহিদার কারণেরই Redmi, Realme এবং Infinix -এর মতো নামিদামি সংস্থাগুলি চলতি বছরে ধারাবাহিকভাবে ১০,০০০ টাকার কমে হ্যান্ডসেট লঞ্চ করেছে। তবে দামে কম রাখা হলেও, ডিভাইসগুলি ফিচারে ঠাসা। এক্ষেত্রে বর্তমান সময়ে বাজেট-রেঞ্জের শীর্ষ ৩টি 'বেস্ট সেলিং' স্মার্টফোন হল - Redmi 10, Realme C31 এবং Infinix Note 12। এই প্রত্যেকটি মডেলকেই ই-কমার্স সাইট Flipkart -এ ডিসকাউন্ট সহ ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। আর অন্যান্য অফারের লাভ ওঠাতে পারলে ৩,৫০০ টাকারও কম দামে উল্লেখিত তিনটি ফোনের মধ্যে একটিকে পকেটস্থ করে নেওয়া যাবে।

Flipkart -এ ১০,০০০ টাকার নিচে উপলব্ধ ৩টি সেরা স্মার্টফোন

Redmi 10: রেডমি ১০ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অন্যান্য অফারের কথা বললে, Bank of Baroda -র মাস্টারকার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশনে ১০% (২,০০০ টাকা পর্যন্ত) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Federal ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রেও ১০% ছাড় মিলবে। Flipkart Axis ব্যাঙ্কের কার্ড-হোল্ডাররা ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে দেওয়া হবে ১,০০০ টাকার ছাড়। আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ১,৬৬৭ টাকার নো-কস্ট ইএমআই বিকল্পও উপলব্ধ। এছাড়া, পুরানো মোবাইল আপগ্রেড করে এই স্মার্টফোনটি কিনলে ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

ফিচার - Redmi 10 স্মাটফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০.৬:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের ডিজাইন ড্রপ নচ স্টাইল। ডিভাইসটি এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি, ফটোগ্রাফির জন্য রেডমি ১০ ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০ স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

Infinix Note 12: ফ্লিপকার্টে ইনফিনিক্সের এই স্মার্টফোনকে মাত্র ৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। অফারের কথা বললে, Bank of Baroda -এর মাস্টারকার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হোল্ডাররা ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যদিকে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে টাকা পরিশোধ করলে ৫% ক্যাশব্যাক মিলবে। যেসকল গ্রাহকেরা কিস্তিতে পেমেন্ট করতে চান, তারা মাসিক ১,৬৬৭ টাকা নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা ওঠাতে পারেন। এই স্মার্টফোনের সাথে ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

ফিচার - Infinix Note 12 স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইল এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এক্স ওএস ১০.৬ (X OS 10.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং এআই লেন্স। এদিকে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য উক্ত মডেলের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স নোট ১২ ফোনে ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থন করে।

Realme C31: রিয়েলমি সি৩১ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকেও ফ্লিপকার্ট থেকে ৯,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। অন্যান্য অফারের কথা বললে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক দেওয়া হবে। একসাথে পুরো টাকা শোধ করতে না চাইলে, মাসিক কিস্তির বিকল্পও আছে। এর জন্য আপনাদের প্রতি মাসে ১,৬৬৭ টাকার নো-কস্ট ইএমআই দিতে হবে। এই ফোনটির সাথেও ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

ফিচার - ডুয়েল সিমের Realme C31 স্মার্টফোনে আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭%। আর এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইল, যার কাট আউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থিত। আবার রিয়েলমি সি৩১ ফোনটির পিছনে - এফ/২.২ অ্যাপারচার ও ৪এক্স ডিজিটাল জুম সাপোর্ট সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট বিদ্যমান আছে। অভ্যন্তরীন ফিচারের কথা বললে, আলোচ্য ফোনে ইউনিসক টি৬১২ প্রসেসর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে সংস্থার দাবি। আর, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Show Full Article
Next Story