2000 টাকা ডিসকাউন্টে Poco-র 108 মেগাপিক্সেল ক্যামেরা ও গ্লাস ডিজাইনের সবচেয়ে সস্তা মোবাইল ফোন

15 হাজার টাকার মধ্যে যদি ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে পোকোর একটি ফোনটি আপনার জন্য সেরা হবে। পোকোর এই...
PUJA 23 Aug 2024 11:56 AM IST

15 হাজার টাকার মধ্যে যদি ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে পোকোর একটি ফোনটি আপনার জন্য সেরা হবে। পোকোর এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 24 জিবি পর্যন্ত র‌্যাম এবং গ্লাস ডিজাইন উপস্থিত। আবার এটি কোম্পানির সবচেয়ে পাতলা হ্যান্ডসেট। আর এই ফোনের নাম - Poco X6 Neo 5G। ই-কমার্স সাইট Amazon থেকে এটি কিনলে ডিসকাউন্ট পাওয়া যাবে।

Poco X6 Neo 5G স্মার্টফোনে 2000 টাকা

পোকো এক্স6 নিও 5জি ফোনে AMOLED ডিসপ্লে এবং স্লিক ডিজাইনের দেখা যাবে। এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 15,999 টাকায় লঞ্চ হয়। তবে ই-কমার্স সাইট অ্যামাজনে এটি 2000 টাকা ছাড়ের পরে 13,999 টাকায় বিক্রি হচ্ছে।

এই ডিভাইসটি হরাইজন ব্লু, অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং মার্টিয়ান অরেঞ্জ রঙে এসেছে। এর পাশাপাশি, পোকোর এই ফোনের সাথে 10,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই দাম নির্ভর করবে আপনার পুরাতন ফোনের কন্ডিশন ও মডেলের ওপর।

Poco X6 Neo 5G এর ফিচার

পোকো এক্স৬ নিও 5জি স্মার্টফোনে আছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। নতুন এই হ্যান্ডসেটে স্পিড ও মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর। ফটোগ্রাফির জন্য এর পিছনে পাওয়া যাবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। ফোনের সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এই পোকো ফোনটি 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারির সাথে এসেছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story