৭ হাজার টাকায় Poco আনছে নতুন বাজেট ফোন, থাকবে ৫,০০০ mAh ব্যাটারি

চলতি বছরের শুরুতে, শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো (Poco) বিশ্ববাজারে Poco C40 স্মার্টফোনটি লঞ্চ করে। যদিও,...
Ananya Sarkar 17 Oct 2022 9:35 PM IST

চলতি বছরের শুরুতে, শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড পোকো (Poco) বিশ্ববাজারে Poco C40 স্মার্টফোনটি লঞ্চ করে। যদিও, ব্র্যান্ডটি ভারতীয় বাজারে এই ডিভাইসটি লঞ্চ করেনি। তবে মনে করা হচ্ছে এর উত্তরসূরি মডেলটির ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে। কেননা এখন, আপকামিং Poco C50 হ্যান্ডসেটটিকে একটি ভারতীয় মডেল নম্বরের সাথে গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকায় খুঁজে পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে এই মডেলটি শীঘ্রই এদেশের বাজারে পা রাখতে পারে। চলুন গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় নতুন পোকো ফোনটির উপস্থিতি থেকে এটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Poco C50-এর ভারতীয় সংস্করণটিকে দেখা গেল Google Play সাপোর্টেড ডিভাইসের তালিকায়

220733SPI মডেল নম্বর সহ পোকো সি৫০ হ্যান্ডসেটটি গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকায় উপস্থিত হয়েছে। মডেল নম্বরের শেষের "I" অক্ষরটি নির্দেশ করে যে, এই মডেলটি ভারতে লঞ্চ হবে। তালিকা অনুযায়ী, এই হ্যান্ডসেটের কোডনাম 'স্নো' (Snow)। উল্লেখযোগ্যভাবে, কোডনেমটি পরামর্শ দেয় যে এই ডিভাইসটি সদ্য ভারতে লঞ্চ হওয়া রেডমি এ১+-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। তাই পোকো সি৫০ থেকে কী কী আশা করা যায় সে সম্পর্কে ধারণা পেতে আসুন রেডমি এ১+-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

রেডমি এ১+-এর স্পেসিফিকেশন - Redmi A1+ Specifications

রেডমি এ১+-এ ৬.৫২ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ওয়াটারড্রপ নচ এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসের পিছনে একটি লেদার টেক্সচার ডিজাইন রয়েছে যা এর আগে পোকো সি৪০-তেও দেখা গিয়েছিল। ডিভাইসটি আইএমজি পাওয়ারভিআর জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের গো এডিশনে (Go Edition)-এ রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi A1+-এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A1+ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনটির রিয়ার প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। এছাড়া, Redmi A1+-এ একটি ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও পোর্টও অন্তর্ভুক্ত রয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ৬,৯৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে Poco ফোনের দামও একই রাখা হবে বলে আমাদের অনুমান।

Show Full Article
Next Story