Poco C50: ভারতে আসছে আরও এক সস্তা ফোন, ফিচার থাকবে Redmi A1+ এর মতো
শাওমি (Xiaomi)-এর বাজেট রেঞ্জের সাব-ব্র্যান্ড পোকো মাস কয়েক আগে তাদের C-সিরিজের অধীনে Poco C40 স্মার্টফোনটি বিশ্ববাজারে...শাওমি (Xiaomi)-এর বাজেট রেঞ্জের সাব-ব্র্যান্ড পোকো মাস কয়েক আগে তাদের C-সিরিজের অধীনে Poco C40 স্মার্টফোনটি বিশ্ববাজারে উন্মোচন করেছে। যদিও, কোম্পানি ভারতীয় বাজারে এই হ্যান্ডসেটটি লঞ্চ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, পোকোর ভারতীয় শাখা বর্তমানে Poco C50 নামে C-সিরিজের একটি ডিভাইস এদেশে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ আর এখন গুগল প্লে (Google Play) সাপোর্টেড ডিভাইসের তালিকায় 220733SPI মডেল নম্বর এবং কোডনেম 'স্নো' (Snow) সহ আসন্ন Poco C50-এর ভারতীয় ভ্যারিয়েন্টটিকে খুঁজে পাওয়া গেছে, যা নতুন পোকো ফোনটির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে৷ প্রসঙ্গত, Poco C50 এর আগে আইএমইআই (IMEI) ডেটাবেসেও একই মডেল নম্বর সহ উপস্থিত হয়েছিল। কোডনেমের ওপর ভিত্তি করে, এটিকে সদ্য লঞ্চ হওয়া Redmi A1+ এন্ট্রি লেভেল হ্যান্ডসেটটির রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে করা হচ্ছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Poco C50-কে দেখা গেল Google Play সমর্থিত ডিভাইসের তালিকায়
220733SPI মডেল নম্বর সহ পোকো সি৫০ গুগল প্লে (Google Play) সমর্থিত ডিভাইসের তালিকায় উপস্থিত হয়েছে৷ তালিকাটি প্রকাশ করেছে যে, এই নয়া পোকো ফোনের কোডনেম 'স্নো' (Snow)। উল্লেখযোগ্যভাবে, গতকাল (১৪ অক্টোবর) ভারতের বাজারে আত্মপ্রকাশ করা সাশ্রয়ী মূল্যের রেডমি এ১প্লাস ফোনটির কোডনেমও 'স্নো', যা ইঙ্গিত করে আসন্ন পোকো সি৫০ একটি রিব্র্যান্ডেড রেডমি এ১প্লাস হতে পারে। তাহলে আসুন নতুন পোকো হ্যান্ডসেটটি কি কি অফার করতে পারে, তা জানতে সাব-ব্র্যান্ড রেডমির লেটেস্ট বাজেট অফার এ১প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।
রেডমি এ১প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার - Redmi A1+ Specifications and Features
রেডমি এ১প্লাস ৬.৫২ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে এসেছে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য আইএমজি পাওয়ারভিআর জিপিইউ-টি যুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন (Go edition)-এ রান করে।
ফটোগ্রাফির জন্য, Redmi A1+-এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর সহ ডুয়েল এআই (AI) ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A1+ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটিতে নিরাপত্তার জন্য একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, Redmi A1+ একটি ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে।
উল্লেখ্য, Redmi A1+-এ একটি লেদার টেক্সচার ডিজাইন রয়েছে, যা Poco C40-এও দেখা গেছে। সুতরাং, আশা করা যায় Poco C50-তেও একইরকম ফক্স (Faux) লেদার ডিজাইন থাকবে।