2200 টাকা ছাড়, 7 জিবি র‌্যামের Poco C51 প্রথম সেলে মাত্র 7799 টাকায় কেনার সুযোগ

গত সপ্তাহে Poco C51 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ ফোনটির প্রথম সেল রয়েছে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর বারোটায় এটি...
Julai Modal 10 April 2023 9:30 AM IST

গত সপ্তাহে Poco C51 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ ফোনটির প্রথম সেল রয়েছে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর বারোটায় এটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে আজ ক্রেতারা ২,২০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। বাজেটের মধ্যে যারা নতুন ফোন খোঁজ করছেন তাদের জন্য Poco C51 সেরা বিকল্প হবে। এতে আছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও এইচডি প্লাস আইপিএস এলসিডি।

Poco C51 এর দাম ও সেল অফার

পোকো সি৫১ একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে‌ পাওয়া যাবে। এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে আজ ফোনটি ৭,৭৯৯ টাকায় কেনা যাবে। আর এটি পাওয়ার ব্ল্যাক ও রয়েল ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Poco C51 ফোনের বিশেষত্ব

ডুয়েল সিমের Poco C51 ফোনে পারফরম্যান্সের জন্য IMG PowerVR GE8320 জিপিইউ সহ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এতে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

আর Poco C51 হ্যান্ডসেটে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০০ নিটস ব্রাইটনেস ও নাইট লাইট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও কিউভিজিএ লেন্স।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story