সস্তায় ধামাকাদার ফোন আনতে চলেছে Poco, চলবে নতুন Android সফটওয়্যারে

পোকো (Poco) বর্তমানে একটি নতুন C-সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি সম্ভবত গত বছরের এপ্রিল মাসে লঞ্চ হওয়া Poco C51-এর উত্তরসূরি হতে…

পোকো (Poco) বর্তমানে একটি নতুন C-সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি সম্ভবত গত বছরের এপ্রিল মাসে লঞ্চ হওয়া Poco C51-এর উত্তরসূরি হতে চলেছে। কেননা, Poco C61 নামের সাথে গত সপ্তাহেই গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের লিস্টে একটি ফোনকে দেখা গেছে। আর এখন, সেটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকায় উপস্থিত হয়েছে, যা ফ্রন্ট প্যানেলের ডিজাইনের পাশাপাশি কিছু প্রধান বৈশিষ্ট্যও প্রকাশ করেছে।

Poco C61 হাজির Google Play Console প্ল্যাটফর্মে

2312BPC51H মডেল নম্বর সহ পোকো সি61 ফোনটি গুগল প্লে কনসোলের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। সেখানে প্রকাশিত রেন্ডারে স্মার্টফোনটিকে পাঞ্চ-হোল কাটআউট এবং স্লিম বেজেল দ্বারা বেষ্টিত স্ক্রিন সহ দেখা গেছে। পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলি ডানদিকে অবস্থান করছে। এছাড়া, লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটিতে 720 x 1,650 পিক্সেলের ডিসপ্লে রেজোলিউশন এবং 320 ডিপিআই-এর স্ক্রিন ডেনসিটি থাকবে।

হার্ডওয়্যার প্রসঙ্গে গুগল প্লে কনসোল থেকে জানা গেছে যে, পোকো সি61-এ ব্যবহৃত প্রসেসরটির কোডনাম MediaTek MT6765X। এটি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কর্টেক্স-এ53 কোর এবং 1.6 গিগাহার্টজ গতির আরও চারটি কর্টেক্স-এ53 কোর দ্বারা গঠিত। এই কোর কনফিগারেশন দেখে আন্দাজ করা যায় যে, চিপসেটটি আসলে মিডিয়াটেক হেলিও জি36 হবে। স্মার্টফোনটি 4 জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে বলে উল্লেখ করা হয়েছে।

এগুলি ছাড়া, Poco C61-এর সম্পর্কে আর কোনও এখনও তথ্য জানা যায়নি। ডিভাইসটি ইতিমধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। জল্পনা চলছে যে, Poco C61 সম্ভবত গত মাসে ভারতে লঞ্চ হওয়া বাজেট রেঞ্জের Redmi A3-এর রিব্যাজড সংস্করণ হবে। এটি আশ্চর্যজনক কিছু নয়, কারণ পোকোর C-সিরিজের ফোনগুলি প্রায়ই রেডমি হ্যান্ডসেটের রিব্র্যান্ড হয়ে থাকে। Redmi A3 হ্যান্ডসেটটি C61-এর মতো একই প্রসেসর দ্বারা চালিত। তবে, দুটি ফোনে সামান্য কিছু পার্থক্যও দেখা যেতে পারে।