256GB স্টোরেজ, 50MP ক্যামেরা, বাজার কাঁপাতে হাজির Poco C65, দাম 7,499 টাকা থেকে শুরু

আজ ভারতে লঞ্চ হয়ে গেল Poco C65। এই নতুন বাজেট ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ…

আজ ভারতে লঞ্চ হয়ে গেল Poco C65। এই নতুন বাজেট ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও, Poco C65-এ সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং 4G LTE সাপোর্ট রয়েছে। চলুন ফোনটির খুঁটিনাটি জেনে নিই।

Poco C65-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডুয়েল-সিম সাপোর্ট যুক্ত পোকো সি৬৫ হল একটি ৪জি স্মার্টফোন, যা পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লের সাথে বাজারে এসেছে। এই স্ক্রিনটি এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে মিডিয়াটেকের হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। স্টোরেজ বাড়ানোর জন্য ফোনে মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco C65-এর ট্রিপল-ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ম্যাক্রো লেন্স এবং একটি সহায়ক লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Poco C65 বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, ডিভাইসটিতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ব্লুটুথ ভি৫.৩ সাপোর্ট রয়েছে। পরিশেষে Poco C65-এর পরিমাপ ১৬৮x৭৮x৮.০৯ মিলিমিটার এবং ওজন ১৯২ গ্রাম।

ভারতে Poco C65-এর মূল্য, লভ্যতা এবং সেলের তারিখ

পোকো সি৬৫ ম্যাট ব্ল্যাক এবং প্যাস্টেল ব্লু কালার অপশনে উপলব্ধ। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা, যেখানে এর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পোকো সি৬৫-এর টপ-এন্ড মডেলের দাম ১০,৯৯৯ টাকা।

হ্যান্ডসেটটি আগামী ১৮ ডিসেম্বর থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে কেনার জন্য উপলব্ধ হবে। গ্রাহকরা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি ইএমআই (EMI) লেনদেনেও ১,০০০ টাকা ছাড় পেতে পারেন৷