Poco C75 5G Sale: ভারতের সবচেয়ে সস্তা 5G ফোনের সেল আজ, মাত্র 7999 টাকায় কেনার সুযোগ

পোকো C75 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে 1640 x 720 পিক্সেলের রেজোলিউশন সহ 6.88-ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ও 600 নিটস পর্যন্ত ব্রাইটনেস লেভেল অফার করে।

Ankita Mondal 19 Dec 2024 11:20 AM IST

ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন Poco C75 5G এর সেল আজ। দুপুর 12 টা থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে পোকোর এই স্মার্টফোনের। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। বৈশিষ্ট্যৈর কথা বললে Poco C75 5G ফোনে ডুয়াল টোন ফিনিশিং সহ বড় গোলাকার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এতে রয়েছে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম এবং 4 জিবি ভার্চুয়াল র‌্যাম। অর্থাৎ, এর মাধ্যমে স্বাচ্ছন্দ্যে মাল্টি টাস্কিং করতে পারবেন। আসুন সেলে পাওয়া ফোনের দাম, অফার এবং ফিচার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Poco C75 5G এর দাম ও ফার্স্ট সেল অফার

পোকো C75 5G এর 4GB RAM + 64GB ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে 7999 টাকা। তবে মনে রাখবেন স্পেশাল অফারে অর্থাৎ সীমিত সময়ের জন্য 7999 টাকায় বিক্রি হবে ডিভাইসটি, এর পরে এর দাম বাড়তে পারে। প্রথম সেলে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই বিশেষ ফিচার আছে Poco C75 5G ফোনে

পোকো C75 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে 1640 x 720 পিক্সেলের রেজোলিউশন সহ 6.88-ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট ও 600 নিটস পর্যন্ত ব্রাইটনেস লেভেল অফার করে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 4s জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের ইউএসপি হল 5160mAh ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

পোকোর এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক HyperOS কাস্টম স্কিনে চলে। সংস্থাটি আশ্বস্ত করেছে যে, এতে দুই বছর ওএস আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পোকোর এই ফোনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Show Full Article
Next Story