Poco C75 5G হবে ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন, রেডমি A4 5G -র রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসছে
MIUI ROM ওয়েবসাইট থেকে আরও জানা গেছে যে, পোকো C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস 1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। রেডমি A4 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 24116PCC1I।
Highlights
• MIUI ROM ওয়েবসাইট থেকে আরও জানা গেছে যে, Poco C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস 1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
• ডিভাইসটি ঠিক কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
• পোকো C75 5G ভারতে লঞ্চ হওয়া Redmi A4 5G-র রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
সম্প্রতি পোকো তাদের নতুন স্মার্টফোন Poco C75 গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এতে 4G কানেক্টিভিটি রয়েছে। তবে এবার কোম্পানিটি ভারতে এই ফোনের 5G ভার্সন লঞ্চ করতে চলেছে। যদিও Poco C75 5G ঠিক কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে 91মোবাইলস সম্প্রতি MIUI ROM ওয়েবসাইটে আসন্ন এই ফোনকে খুঁজে পেয়েছে। ওয়েবসাইট থেকে জানা গেছে, এই ডিভাইসের ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 24116PCC1I।
Poco C75 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে
MIUI ROM ওয়েবসাইট থেকে আরও জানা গেছে যে, পোকো C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস 1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi A4 5G-র রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। অর্থাৎ পোকোর হ্যান্ডসেটটি ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হবে। উল্লেখ্য, রেডমি ডিভাইসটি গত মাসের 20 তারিখ ভারতে লঞ্চ হয়েছিল।
রেডমি A4 5G ফিচার ও স্পেসিফিকেশন
রেডমির এই মোবাইলে 6.88 ইঞ্চি LCD প্যানেল আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এইচডি+ রেজোলিউশনের এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং ব্রাইটনেস লেভেল 600 নিট। এটি 4 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 4S জেন 2 প্রসেসরে চলে।
ফটোগ্রাফির রেডমি A4 5G ফোনে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ডিভাইসে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে। স্মার্টফোন ব্যাটারি ক্যাপাসিটি 5160mAh। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 3.5mm অডিও জ্যাক, এফএম রেডিও এবং ডুয়াল সিম। ভারতে এর বেস মডেলের দাম 8499 টাকা।
MIUI ROM ওয়েবসাইট থেকে আরও জানা গেছে যে, পোকো C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস 1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। রেডমি A4 5G ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের মডেল নম্বর 24116PCC1I।