জিও-র নয়া কৌশল, সস্তা Poco C75 5G ফোনে সাপোর্ট করবে না Airtel 5G নেটওয়ার্ক, কেনার আগে সাবধান

ভারতে Poco C75 5G এর দাম 7,999 টাকা। এই দাম 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি অ্যাকোয়া ব্লু, এনচ্যান্টেড গ্রিন এবং সিলভার স্টারডাস্ট কালারে এসেছে।

Ankita Mondal 19 Dec 2024 8:24 AM IST

পোকো সম্প্রতি ভারতে তাদের নতুন 5G ফোন হিসাবে Poco C75 5G লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে 8 হাজার টাকার কম। ডিভাইসটি এই সেগমেন্টের প্রথম ফোন, যা স্ন্যাপড্রাগন 4s Gen 2 চিপসেট দ্বারা চালিত। কিন্তু এই স্মার্টফোনটি কেনার আগে একটি বিষয় আপনার জেনে রাখা উচিত। আসলে Poco C75 5G ফোনে শুধুমাত্র জিওর 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে বলে জানা গেছে। এতে Airtel এর 5G পরিষেবা পাওয়া যাবে না। কোম্পানি এই ডিভাইসকে একটি সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, যাতে রয়েছে 4 জিবি র‌্যাম। এর প্রথম সেল শুরু হবে 19 ডিসেম্বর থেকে।

নয়া কৌশল অবলম্বন করেছে Jio

টেলিকমটক তাদের রিপোর্টে জানিয়েছে যে, রিলায়েন্স জিও তাদের প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে 5G বাজার দখল করতে নতুন কৌশল নিয়েছে। তারা ফোন নির্মাতাদের সাথে হাত মিলিয়ে এমন সব স্মার্টফোন বাজারে আনছে যাতে কেবল জিওর 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোনগুলির জন্য এই চুক্তি করছে জিও। যেহেতু ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার)-রা এখনও পর্যন্ত অতি সস্তার ডিভাইসগুলিতে 5G সাপোর্ট দিতে ব্যর্থ, তাই জিও চেষ্টা করছে ব্র্যান্ডগুলির সাথে হাত মিলিয়ে এবং তাদের সাহায্য করে সাশ্রয়ী মূল্যে বাজারে 5G ডিভাইস আনার। তবে সেক্ষেত্রে কেবল সেইসব ফোনে জিওর পরিষেবা পাওয়া যাবে।

Poco C75 5G ফোনে কাজ করবে না Airtel 5G

অর্থাৎ এই স্মার্টফোন ব্যবহারকারী এয়ারটেলের 5G পরিষেবা ব্যবহার করতে পারবে না। পোকোর ওয়েবসাইটে জানানো হয়েছে যে, নতুন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে, এবং এতে জিওর 5G এসএ নেটওয়ার্ক সাপোর্ট করবে। একই জিনিস ঘটেছে Redmi A4 5G এর ক্ষেত্রেও। এতেও একই চিপ রয়েছে – স্ন্যাপড্রাগন 4s Gen 2। এই ডিভাইসেও এয়ারটেলের 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না।

রিপোর্টে বলা হয়েছে যে ভবিষ্যতে, জিও অন্যান্য অনেক ওইএমের সাথে হাত মিলিয়ে কেবল 5G এসএ সাপোর্ট সহ সাশ্রয়ী মূল্যের 5G ফোন বাজারজাত করতে পারে। পোকো C75 5G এবং রেডমি A4 5G আপাতত এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যেহেতু জিও খুব সাশ্রয়ী 5G ডিভাইস লঞ্চ করতে পারেনি, তাই তারা ওইএম এবং চিপ নির্মাতাদের সাহায্য নিয়ে এই কাজ করছে।

Poco C75 5G এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে Poco C75 5G এর দাম 7,999 টাকা। এই দাম 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি অ্যাকোয়া ব্লু, এনচ্যান্টেড গ্রিন এবং সিলভার স্টারডাস্ট কালারে এসেছে।

এই ফোনে পাওয়া যাবে 120Hz রিফ্রেশ রেটের 6.88-ইঞ্চি এইচডি প্লাস (720×1600 পিক্সেল) ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন 4 সিরিজের চিপসেট ও হাইপারওএস কাস্টম স্কিন। ছবি তোলার জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ডিভাইসে টাইপ-সি পোর্ট এবং 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story